চট্টগ্রাম ব্যুরো : বন্দর নগরী চট্টগ্রামের কোতোয়ালী থানাধীন আলকরণ মোড়স্থ চৌধুরী টাওয়ার এর নীচতলার টিভিএস মিউজিয়াম নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ ০২টি স্বর্ণের বার(যাহার ওজন ২০তোলা) উদ্ধার; ০১ আসামীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ১) আব্দুল হামিদ(৩৬) পিতা-মৃত নজির আহাম্মদ, মাতা-হাজেরা বেগম সাং-ফাসিয়াখালী (আসকরপাহাড় জামে মসজিদের পাশে) থানা-কক্সবাজার সদর, জেলা-কক্সবাজার, বর্তমানে-শাহ আমানত লুঙ্গি বিতান, সমাদিয়া মার্কেট, নীচতলা, টেরিবাজার, থানা-কোতোয়ালী, জেলা-চট্টগ্রাম।
২৭ নভেম্বর ২০১৭ ইং তারিখ সন্ধ্যা ০৬.৩০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক জনাব বিশ্বজিৎ বর্মন এর এর নেতৃত্বে এসআই/মোঃ শাহজালাল চৌধুরী সঙ্গীয় এসআই/মোঃ ফিরোজ আলম, এসআই/মোঃ কামাল হোসেন, এএসআই/মিলাদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানাধীন আলকরণ মোড়স্থ চৌধুরী টাওয়ার এর নীচতলার টিভিএস মিউজিয়াম নামক দোকানের সামনে পাকা রাস্তার উপর বিশেষ অভিযান পরিচালনা করে আসামীর পরিহিত প্যান্টের রক্ষিত লাল ও সাদা স্কচটেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০২টি স্বর্ণের বার (যাহার ওজন ২০তোলা) সহ হাতে নাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে উক্ত স্বর্ণের বার ০২টি তাহার দখলে রাখার বিষয়ে কোন বৈধ কাগজপত্র প্রদর্শন করিতে পারে নাই। সে উক্ত স্বর্ণের বার ০২টির উৎস এবং তাহার দখলে রাখার বিষয়ে সন্দেহজনক বক্তব্য প্রদান করে। প্রাথমিক তদন্তকালে উপরোক্ত আসামী অবৈধ পন্থায় পাচারের উদ্দেশ্যে উক্ত স্বর্ণের বার ০২টি বহন করিয়া নিয়া যাইতেছিল বলিয়া প্রতীয়মান হয়।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে কোতোয়ালী থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।