উপ নির্বাচন : আমিরাবাদের ২নং ওয়ার্ডে আবদুর রাজ্জাক বিজয়ী -বাংলারদর্পন 

 

ফেনী প্রতিনিধি:

সোনাগাজীর আমিরাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ডের শান্তিপূর্ণভাবে নির্বাচনে আবদুর রজ্জাক ফুট বল প্রতীকে ২৮৮ভোট পেয়ে বেসরকারি ভাবে মেম্বার নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আজগর হোসেন বৈদ্যুতিক পাখা প্রতীকে ২৫৫ ভোট পেয়েছেন। বৃহস্পতিবার  সকাল ৮টা থেকে ভোটগ্রহন শুরু হয়ে বিকাল ৪টা পর্যন্ত প্রায় ১৩০১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। মোট ভোটার ১৯০৭ জন। নির্বাচনে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেটের দায়ীত্ব পালন করছেন সহকারি কমিশনার (ভূমি) মো. নিজাম উদ্দিন।

উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. মাইনুল হক রিটার্নিং অফিসারের দায়ীত্ব পালন করেছেন।

উল্লেখ্য, সাবেক ইউপি সদস্য এনামুল হক সড়ক দুর্ঘটনায় নিহত হলে ওয়ার্ডে সদস্যপদ শুন্য হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *