ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলা অা’লীগের অায়োজনে অা’লীগের ৬৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অালোচনা সভা ও ইফতার মাহফিল অনুৃষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকালে পৌরসভাস্থ উৎসব কমিউনিটি সেন্টারে উক্ত সভা অনুৃষ্ঠিত হয়। উপজেলা অা’লীগের সভাপতি ও জেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফয়েজুল কবির এর সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ও পৌর মেয়র অ্যাড. রফিকুল ইসলাম খোকনের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুবলীগের প্রেসিডিয়াম সদস্য অাবুল বাশার। তিনি বলেন, শেখ হাসিনা সরকার সারাদেশ ব্যাপি উন্নয়ন করেছে, দলীয় এমপি না থাকায় উন্নয়নের প্রচার হয়নি। বিশেষ বরাদ্ধ গুলো অানা সম্ভব হয়নি। নেতৃত্ব ঠিক না থাকায় নির্যাতিত ও ত্যাগি নেতাদের মুল্যায়ন হয়নি। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় অা’লীগের উপ- কমিটির সহ সম্পাদক জহির উদ্দিন মাহমুদ লিপটন, সাংস্কৃতিক কর্মী রোকেয়া প্রাচী, জেলা যুবলীগের সভাপতি দিদারুল কবির রতন, এনঅারবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী, দাগনভুঞা উপজেলা ভাইস চেয়ারম্যান অাবদুল্যাহ অাল মামুন।