চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে ইয়াবা তৈরির ২টি মেশিন সহ ২,৫০,০০০ (দুই লক্ষ পঞ্চাশ হাজার) পিস ইয়াবা ট্যাবলেট এবং ১০০০০০০(দশ লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট তৈরির কাঁচামাল উদ্ধার; ০৪ আসামী গ্রেফতার।
বন্দর নগরী চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন বেপারীপাড়া কমিশনার গলির আবুল হোসেন সওদাগরের ৫ম তলা বিল্ডিংয়ের ৩য় তলার মধ্যম ফ্ল্যাটে বিশেষ অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির ২টি মেশিন এবং ২,৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৪ জন আসামীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামীঃ
১) শ্যামল মজুমদার (৩৭) পিতা- নারায়ন মজুমদার, মাতা- মৃত প্রতিমা মজুমদার সাং- বিনাজুরী (গৌর গোপাল মহাজনের বাড়ী), থানা- রাউজান, জেলা-চট্টগ্রাম, বর্তমানে- আবুল হোসেন সওদাগরের ভাড়াটিয়া, ৩য় তলা সোহেল কমিশনার এর বাড়ীর পার্শ্বে, বেপারীপাড়া, থানা- ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম।
২) আব্দুল্লাহ আল আমান @ আমান (৩৪) পিতা-বশির আহম্মদ, মাতা-জাহানারা বেগম সাং- মজিদের পাড়া, পেশকার বাড়ী, থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে-মজিদ মাঝির বাড়ী (জসিম এর ভাড়া ঘর) বেপারী পাড়া/আগ্রাবাদ, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম।
৩) মোঃ মামুন হোসেন @ মামুন (৩২) পিতা-মৃত আমিনুল হক @ ফজলুল হক @ হিরন মিয়া, মাতা-আমেনা বেগম সাং-জহুর আলী ভূইয়া বাড়ী, থানা-ব্রাক্ষণপাড়া, জেলা- কুমিল্লা, বর্তমানে-বাসা/হোল্ডিং-সুমন ভিলা, মনছুরাবাদ বাই লেইন, ডাকঘর- বন্দর-৪১০০, থানা- ডবলমুরিং, জেলা- চট্টগ্রাম।
৪) আয়শা সিদ্দিকা (২৭) স্বামী-নছর উল্ল্যাহ, পিতা- মোঃ আব্দুল গনি, মাতা- মৃত হাবিবা বেগম সাং- লোহাগড়া, জমিদার বাড়ী, থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রাম, বর্তমানে- আবুল হোসেন সওদাগরের ভাড়াটিয়া, ৩য় তলা সোহেল কমিশনার এর বাড়ীর পার্শ্বে, বেপারীপাড়া, থানা- ডবলমুরিং, জেলা-চট্টগ্রাম।
২৬ ডিসেম্বর ২০১৭ ইং তারিখ রাত ১০.৫০ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব এএএম হুমায়ুন কবির এর নেতৃত্বে সহকারী পুলিশ কমিশনার(ডিবি-পশ্চিম), পুলিশ পরিদর্শক জনাব মোহাম্মদ মহসীন, পিপিএম, পুলিশ পরিদর্শক জনাব মোঃ কামরুজ্জামান, এসআই/ আব্দুর রব, এএসআই/ বাপ্পু সেন, এএসআই/ আলী হোসেন ও সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে ডবলমুরিং থানাধীন বেপারীপাড়া কমিশনার গলি আবুল হোসেন সওদাগরের ৫ম তলা বিল্ডিংয়ের ৩য় তলার মধ্যম ফ্ল্যাটে বিশেষ অভিযান পরিচালনা করে ক) ২,৫০,০০০ পিস ইয়াবা ট্যাবলেট, খ) তিনটি সাদা প্লাষ্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো লাল গোলাপী রংয়ের ইয়াবা ট্যাবলেট তৈরীর কাঁচামাল (এ্যামফিটামিনযুক্ত পাউডার), গ) তিনটি সাদা প্লাষ্টিকের বস্তায় পলিথিনে মোড়ানো সাদা রংয়ের ইয়াবা ট্যাবলেট তৈরীর পাউডার, ঘ) ইয়াবা ট্যাবলেট তৈরীর লোহার মেশিন ০২টি, ঙ) ইয়াবা ট্যাবলেট তৈরীর ষ্টিলের ডাইস ০৪টি, একটির উপর ইংরেজীতে ‘জ’ এবং একটির উপর ইংরেজীতে ‘ডণ’ খোদাই করে লেখা আছে, চ) লোহার তৈরী প্রেশার মেশিন ০২টি, ছ) ডিজিটাল স্কেল ০১টি, জ) ০১টি সাদা জারে ইয়াবা ট্যাবলেট তৈরীর কাজে ব্যবহৃত ০৪ লিটার তরল গোলাপী রং উদ্ধার সহ ০৪ আসামীকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী ১) শ্যামল মজুমদার (৩৭), ২) মোঃ মামুন হোসেন @ মামুন(৩২)’দ্বয় স্বীকার করে যে, স্থানীয় বাজার হতে ইয়াবা তৈরীর বিভিন্ন কাঁচামাল সংগ্রহ পূর্বক মেশিনের মাধ্যমে ইয়াবা ট্যাবলেট তৈরী করে অপর আসামী আব্দুল্লাহ আল আমান @ আমান (৩৪) এর মাধ্যমে চট্টগ্রাম মহানগরী সহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে ডবলমুরিং থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।