এস,এম,ওয়াহিদুল ইসলাম সুনামগঞ্জ থেকে:-
সুনামগঞ্জের ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদাটিলায় পাথর তুলতে গিয়ে মাটি চাপা পড়ে জাহাঙ্গীর আলম (১২) নামের এক শিশু শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার রহিমের পাড়া গ্রামের হাফিজ আলীর ছেলে।
সে ছাতক উপজেলার চানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিএসসি ফল প্রার্থী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বেলা সাড়ে ১১টার দিকে শিশু শ্রমিক জাহাঙ্গীর ছাতক উপজেলার ইসলামপুর ইউনিয়নের হাদাটিলায় পাথর তুলতে যায়। এ সময় হঠাৎ টিলার মাটি ধসে পড়ে মাটি চাঁপা পড়ে মারা যায় ওই শিশু শ্রমিক।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।