শেখ হাসিনা ক্ষমতায় থাকলে হাওর  পাড়ের নারীদের ভাগ্যে খুলবে : শামীমা শাহরিয়ার

 

 

মো. নাইম তালুকদার: সুনামগঞ্জ :

বাংলাদেশ কেন্দ্রীয় কৃষক লীগের মানবসম্পদ বিষয়ক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা নারী উন্নয়ন ফোরামের সভাপতি এডভোকেট শামীমা শাহরিয়ার বলেছেন, ‘জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় থাকলেই কেবল জনগনের মঙ্গল হয় এবং আগামীতে যদি তিনি ক্ষমতায় আসেন তাহলে অবশ্যই হাওরের বেকার নারীদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা নেয়া হবে। ইতিমধ্যে বিভিন্ন মন্ত্রনালয়ের মাধ্যমে প্রকল্প হাতে নেয়া হয়েছে।’

 

মঙ্গলবার (০৫ ডিসেম্বর) দুপুর ২টায় সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলা কৃষক লীগ শাখা আয়োজিত কর্মীসভা ও জামালগঞ্জ হানাদার মুক্ত দিবস উপলক্ষে থানা মাঠে বিশাল নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

 

তিনি আরো বলেন, ‘বিদেশী রাষ্ট্রের যারা আমাদের সমুদ্র সম্পদ, তেল সম্পদ নিয়ে লোলুপ দৃষ্টিতে তাকিয়ে আছে। যারা দেশটাকে সন্ত্রাসের আন্তর্জাতিক লীলাভূমি বানাতে চায়, তারা এবং তাদের এদেশীয় এজেন্টরা বন্দুকের নল তাক করে রেখেছে জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্যে। আসুন আমরা সবাই প্রতিদিনের প্রার্থনায় আমাদের নেত্রীর জন্যে দোয়া কামনা করি।’

 

জামালগঞ্জ উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আলী আমজাদের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক আব্দুল কাদির শান্তি মিয়া, যুগ্ম আহবায়ক বিন্দু তালুকদার, কৃষক লীগ নেত্রী সালমা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক জেলা পরিষদ সদস্য সেলিনা বেগম, যুগ্ম আহবায়ক সুরভী আক্তার, ছাত্র লীগ নেতা মাহমুদুল ইসলাম তারেক, রফিক আহমেদ, জাকেরীন মিয়া, রায়হান আহমদ প্রমুখ।

 

জনসভার পূর্বে এড. শামীমা শাহরিয়ারের নেতৃত্বে উপজেলা সদরের তেলিয়াপাড়ার মোড় থেকে একটি র‌্যালি বের হয়। র‌্যালিটি উপজেলা কৃষক লীগের পুর্ব নির্ধারিত কর্মসূচির ভেন্যু জামালগঞ্জ শহীদ মিনারে যাওয়ার পথে থানার সামনে পুলিশ আটকে দিলে উত্তেজনার সৃষ্টি হয়। পরে থানার সামনের মাঠে সভা করে কৃষকলীগ নেতাকর্মী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *