প্রেস বিজ্ঞপ্তি..
ফেনী রিপোর্টার্স ইউনিটির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দ আজ মঙ্গলবার সন্ধ্যায় ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দীন হাজারীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।এসময় নেতৃবৃন্দ তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান ও মিষ্টি মুখ করান। সাংসদও সানন্দে ২০১৮ সালের নবনির্বাচিত সভাপতি জহিরুল হক মিলু,সাধারণ সম্পাদক জহিরুল হক মিলনসহ নেতৃবৃন্দের মুখে নিজহাতে মিষ্টি তুলে দেন।
নিজাম হাজারী এফআরইউ’র নির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে বলেন “আমি সবসময় আপনাদের শুভানুধ্যায়ী ছিলাম, ভবিষ্যতেও থাকবো।তিনি নির্বাচনে পরাজিত এবং বিজয়ী সকলে মিলেমিশে কাজ করার অনুরোধ করেন। আওয়ামী লীগের সকল উন্নয়ন কর্মকান্ড জনসাধারনের মাঝে তুলে ধরার আহবান জানান।
তিনি আরো বলেন আমিও ভুল ত্রুটির উর্দ্ধে নই। আমি কোন ভুল করলেও তা আপনারা তুলে ধরবেন,যাতে আমি নিজেকে সংশোধন করতে পারি।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুর রহমান বিকম,দাগনভুইয়া উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,ছাগলনাইয়া উপজেলা চেয়ারম্যান মেজবাউল হায়দার সোহেল,ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম ,রিপোর্টার্স ইউনিটির সভাপতি শাহজালাল রতন,সাবেক সভাপতি ওসমান হারুন মাহমুদ দুলাল,সাবেক সাধারণ সম্পাদক যতন মজুমদার ২০১৮ সালের নবনির্বাচিত সভাপতি জহিরুল হক মিলু,সাধারণ সম্পাদক জহিরুল হক মিলন,যুগ্ন সম্পাদক মাঈন উদ্দিন,ক্রিড়া সম্পাদক নুর উল্লাহ কায়সার,জাফর সেলিম,এনামুল হক,মাইন উদ্দিন পাটোয়ারী প্রমূখ।