আলাল হোসেন, দঃ সুনামগঞ্জ : দক্ষিণ সুনামগঞ্জের পাগলায় ব্যপক, উদ্দীপনা ও উৎসবমূখর পরিবেশের মধ্য দিয়ে ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান পাগলা হাইস্কুল এন্ড কলেজের স্কুল শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার সকাল ১০টা থেকে বিদ্যালয়ের কক্ষে ভোট গ্রহণ শুরু হয়, শেষ হয় বিকাল ৪টায়। ভোট গ্রহণ ও গণণার শেষে বিকাল ৫টায় আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা মৎস কর্মকর্তা সমীরণ কুমার সাহা। বিদ্যালয়ের অভিভাবকদের প্রত্যোক্ষ ভোটে তিন জন প্রার্থীর মধ্যে বিজয়ী হয়েছেন দুইজন। বিজয়ীরা হলেন ব্যবসায়ী বিমল কুমার দাস ও বর্তমান সদস্য সৈয়দুল হক। একমাত্র পরাজিত প্রার্থী হচ্ছেন দলিল লেখক আলী আমজদ। পাগলা হাইস্কুুল এন্ড কলেজের নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, পাগলা হাইস্কুুলএন্ড কলেজের মোট অভিভাবক ভোটার সংখ্যা ১৫শ ৪৯ জন। এ নির্বাচনে ভোট পড়েছে ৯শ৮৯টি। যা মোট ভোটের ৬২.২৪ শতাংশ। এর মধ্যে ১ম স্থান অধিকারকারী বিমল কুমার দাসপেয়েছেন ৬শ ৬২টি ভোট এবং ২য় স্থান অধিকারকারী সৈয়দুল হক পেয়েছেন ৪শ ৪৫টি ভোট।
আলী আমজদ ৩শ ৩২ ভোট পেয়ে পরাজিত হয়েছেন। নির্বাটন কমিশনার সমীরণ কুমার সাহা বলেন, ‘সারাদিন ব্যপক উৎসাহ নিয়ে মানুষ ভোট প্রদান করেছে। কোনো রকমের আপত্তিকর ঘটনা ছাড়াই নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছেন। এবং প্রত্যেকে ফলাফল সুষ্ঠুভাবে মেনেও নিয়েছেন ।