ফেনী প্রতিনিধি, ২৬ ডিসেম্বর: ফেনীর অদূরে মোহাম্মদ আলী বাজার এলাকায় সড়ক দূর্ঘটনায় ফেনীর ব্যবসায়ী হক অনুবাদ সেন্টারের মালিক এ কে এম ছানা উল্লাহ (৫২) নিহত হয়েছে। সোমবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
ফেনীর হাইওয়ে পুলিশ পাড়ির ইনচার্জ ( ওসি) মোঃ জাহাঙ্গীর আলম জানান, একেএম ছানা উল্লাহ(৫২) সকালে ব্যবসার উদ্দেশ্যে ফেনী আসছিলেন। পথিমধ্যে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের মোহাম্মদ আলী বাজার নামক স্থানে আসলে দ্রূতগামী বাস তার মোটরসাইকেলকে ধাক্কা দিলে তিনি ঘটনা স্থলে নিহত হন। তিনি চৌদ্দগ্রাম থানার কাইছুড়ি গ্রামের মৃত একেএম শামছুল হকের ছেলে ফেনীর তাকিয়া রোডের হক অনুবাদ সেন্টারের মালিক ।