বিজয় দিবস অনুষ্ঠান থেকে জগন্নাথপুরের কিশোরী জাঁকিয়া  নিখোঁজ

এস,এম,ওয়াহিদুল ইসলাম, সুনামগঞ্জ থেকেঃ- সুনামগঞ্জের দিরাই উপজেলা সদরে শনিবার (১৬ ডিসেম্বর) বিজয় দিবসের অনুষ্ঠান থেকে দিরাই গার্লস স্কুলের ছাত্রী জাকিয়া বেগম (১৭) নামে এক কিশোরী নিখোঁজ হয়েছে। সে জগন্নাথপুর উপজেলার শ্রীরামসী ইউনিয়নের পীরের গ্রামের মৃত আব্দুল আজিজের মেয়ে। জাঁকিয়া নানার বাড়ি দিরাই উপজেলার চন্ডিপুর গ্রামে দীর্ঘদিন থেকে লেখাপড়া করে আসছিল। মৃত আব্দুস সামাদের পুত্র মো.শাহজাহান মিয়া নিখোঁজ ভাগ্নি জাকিয়াকে না পেয়ে রবিবার ১৭-১২-১৭ইং তারিখে দিরাই থানায় সাধারণ ডায়েরী (জিডি) করেছেন। ডায়েরী নং-৭৩৫।
ডায়েরীতে জাঁকিয়ার মামা মোঃ শাহ জাহান মিয়া উল্লেখ করেন, গত ১৬ ডিসেম্বর সকাল সাড়ে ৭টায় জাকিয়া বেগম- বিজয় দিবসের অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা পর্যন্ত বাড়িতে না ফেরায় আত্মীয়-স্বজনের বাড়িতে অনেক খোজাখুঁজি করে না পেয়ে তিনি থানায় সাধারণ ডায়েরী করেছেন। এব্যাপারে দিরাই থানার অফিসার ইন চার্জ মোস্তফা কামাল বাংলার দর্পণ কে বলেন আমরা অভিযোগ পেয়ে বিষয়টি খতিয়ে দেখছি সে কিভাবে নিখোঁজ হল, তদন্তে কোন ক্লু পেলে আমরা সংবাদ মাধ্যমকে অবহিত করবো। এবারের বিজয় দিবসে দিরাইয়ে আনন্দ উল্লাসের পরিবর্তে নেমে এসেছে বিষাদময় কালো ছায়া! ঘাতক এহিয়ার হাতে স্কুল ছাত্রী মুন্নি নিজ বাসায় নির্মম ভাবে খুন হওয়ার দিনে একি স্কুলের অপর ছাত্রী জাঁকিয়ার নিখোঁজ ব্যাপক চাঞ্চল্য দেখা দিয়েছে। বিশিষ্টজনরা দায়ী করছেন নৈতিকতার স্খলন, মাদকের ভয়াল থাবা, অপরাধের শাস্তি না হওয়া এবং অপরাধীকে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দেওয়াকে। এদিকে মুন্নি নিহত ও জাঁকিয়া নিখোঁজের ঘটনায় দিরাই উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ও অনেক সামাজিক, সাংস্কৃতিক সংগঠন বিক্ষুব্ধ হয়ে নানা কর্মসূচি নিয়ে মাঠে নামছে ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *