কিশোরগঞ্জে এনজিও ফাউন্ডেশন দিবস উপলক্ষে  র‍্যালি ও আলোচনা সভা

আশরাফ আলী সোহান, কিশোরগঞ্জ :
কিশোরগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে রবিবার দুপুরে কিশোরগঞ্জের বেসরকারী এনজিও সংস্থা আর্প, ওয়েপ, চেতনা, সাদ-বিডি, পিডিএ,ওআরএ, আউস, এর আয়োজনে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। কর্মসূচির মধ্যে অর্ন্তভূক্তি ছিল র্যালি ও আলোচনা সভা।
কিশোরগঞ্জ স্টেশন রোড হতে একটি র্যালি বের হয়। র্যালিটি জেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আর্প কার্যালয়ে এসে আলোচনা সভায় মিলিত হয়। আর্পের নির্বাহী প্ররিচালক মাহমুদা বেগম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) উপসচিব তরফদার মো. আক্তার জামীল।
আর্পের পরিচালক জাহাঙ্গীর ফকিরের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন ওআর এর নির্বাহী পরিচালক অ্যাডভোকেট ফকির মাজহারুল ইসলাম, ওয়েপের নির্বাহী পরিচালক মো. মিজানুর রহমান রিপন, চেতনার নিবার্হী পরিচালক মো. মূসা, আউসের নির্বাহী পরিচালক কাওসার আহমেদ,পিডিএর নির্বাহী পরিচালক মারিয়াতুল কিপ্তিয়া পাপিয়া প্রমূখ। এ সময় বিভিন্ন এনজিও সংস্থার লোকজন ও উপকারভোগীগন উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *