ছাত্রলীগ নেতা রিপন হত্যা মামলা নিয়ে ষড়যন্ত্র :চেয়ারম্যান খোকন’র সংবাদ সম্মেলন

 

বাংলারদর্পন , ২৫ নভেম্বর, ২০১৭।

ফেনীর সোনাগাজী উপজেলার বগাদানা ইউনিয়ন ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুর আলম রিপন হত্যা মামলা নিয়ে অব্যহত ষড়যন্ত্র ও দলীয় লোকদের মামলায় জড়ানোর পায়তারা হচ্ছে বলে অভিযোগ করলেন বগাদানা ইউপি চেয়ারম্যান ও উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক .মো:  ইসহাক খোকন।

শনিবার বিকালে ফেনী শহরের অতিথি চাইনিজ রেস্টুরেন্টে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি বলেন, বিগত ৬ বছর যাবৎ সোনাগাজীর বগাদানা ইউনিয়নে একটি সংঘবদ্ধ চক্র সোনাগাজীর তালিকাভুক্ত সন্ত্রাসি, চোর-ডাকাতদের নিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করেছে।

বগাদানা ইউনিয়ন ছাত্রলীগ-যুবলীগের নেতাকর্মীরা গত ২৫মার্চ স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পরিদর্শন ও অংশগ্রহন শেষে ফেরার পথে ইউনিয়ন ছাত্রলীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক নুর আলম রিপন সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে  নিহত হন। ২৭ মার্চ নিহত ছাত্রলীগ নেতা রিপনের মা সাজেদা বেগম বাদি হয়ে ১১জনের নাম উল্লেখ করে সোনাগাজী মডেল থানায় মামলা দায়ের করেন।

পুলিশ ইতোমধ্যে কয়েকজন আসামিকে গ্রেফতার করেছে এবং একজন আসামি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্ধিও দিয়েছেন। চেয়ারম্যান ইসহাক খোকন, তার ভাই ও ইউপি সদস্য সহ এলাকার কতিপয় নিরিহ লোকদের জড়িয়ে ঘটনার প্রায় ৮ মাস পর ফেনীর সিনিয়র জুড়িসিয়াল ম্যাজিস্ট্রেট  আদালতে একটি সম্পূরক আবেদন করেন বাদিনি। ইতোমধ্যে দু’জন প্রবাসীর স্ত্রী বাদিনির চাঁদাবাজির বিরুদ্ধে ফেনীর পুলিশ সুপারের কাছে লিখিত আবেদন জানিয়েছেন।

তিনি দাবি করেন, সাইফুল ইসলাম শিপনের দু’ভাই এই হত্যা মামলার আসামি হিসেবে কারাবন্দি রয়েছে। তাদেরকে বাঁচাতে সে বাদিনিকে দিয়ে নিরিহ লোকদেরকে জড়িয়ে হয়রানি করছে। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যা মামলার বিচার চান। তিনি অারো দাবি করেন, হত্যা মামলাটি যেহেতু তদন্তাধীন রয়েছে, সেখানে কাউকে সরাসরি অভিযুক্ত করা একটি হাস্যকর বিষয় ও গর্হিত অপরাধও বটে। দাগি সন্ত্রাসিরা এলাকার উন্নয়নকে বাধাগ্রস্ত করতে তার বিরুদ্ধে ষড়যন্ত্র চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, ফেনী জেলা আ’লীগের সভাপতি ও ফেনী সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রহমান বিকম, সোনাগাজী উপজেলা চেয়ারম্যানন জেডএম কামরুল আনাম, সোনাগাজী উপজেলা আ’লীগের সভাপতি ও জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান ফয়েজুল কবির, সোনাগাজী উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক ও পৌরসভার মেয়র এডভোকেট রফিকুল ইসলাম খোকন , উপজেলা অা’লীগের প্রচার সম্পাদক  সৈয়দ দীন মোহাম্মদ, বগাদানা ইউনিয়ন আ’লীগের সভাপতি বেলায়েত হোসেন, মঙ্গলকান্দি ইউনিয়ন আ’লীগের সভাপতি জসিম উদ্দিন বাহার ও অধ্যাপক নাফিজ উদ্দিন, কাজীর হাট বাজার বণিক সমিতির সভাপতি জসিম উদ্দিন প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *