সাংবাদিক কাজী ফারুককে কুপিয়ে হত্যার চেষ্টা

অপরাজনীতি , দুর্নীতি , অনিয়ম ও মাদকের বিরুদ্ধে সংবাদ প্রকাশের জেরে দৈনিক মুক্ত খবর এর উপ সম্পাদক (সাব এডিটর) সাংবাদিক কাজী ফারুককে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে সংঘবদ্ধ একটি কিশোরগ্যাং ।

মঙ্গলবার (১২ অক্টোবর) সন্ধ্যা সাতটায় ছাগলনাইয়া উপজেলার পশ্চিম জয়পুর গ্রামস্থ সাংবাদিক কাজী ফারুকের বাড়ীর ঘাটলায় এ ঘটনা ঘটে ।

স্থানীয়রা উদ্ধার করে ছাগলনাইয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ফেনী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় পরদিন বুধবার কাজী ফারুক বাদী হয়ে আশ্রাফুল আলম (২২) কে প্রধান আসামি করে তিনজনের নাম উল্লেখ করে থানায় মামলায় করেছেন ।

ছাগলনাইয়া থানার ওসি শহীদুল ইসলাম জানান, সাংবাদিক ফারুকের উপর হামলার ঘটনায় জড়িত এজাহার নামীয় আসামি সাফিন (২১) কে গ্রেপ্তার করা হয়েছে । অপর আসামীদের গ্রেপ্তারের অভিযান অব্যহত আছে ।

সাংবাদিক ফারুকের উপর এ ধরনের ঘৃণ্য আক্রমণের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ফেনী প্রেসক্লাব সহ কয়েকটি জাতীয় সাংবাদিক সংগঠন ।
বাংলার দর্পন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *