বঙ্গবন্ধুর ভাষণ বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি  : রামগড়ে আনন্দ শোভাযাত্রা

 

এমদাদ খান, রামগড় :

রামগড় উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিস্টার এ অন্তর্ভুক্তির মাধ্যমে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যের স্বীকৃতি লাভের অসামান্য অর্জন উপলক্ষ্যে শনিবার(২৫ নভেম্বর) উপজেলা প্রশাসনেের উদ্যোগে আনন্দ শোভা যাএা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

রামগড় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি নেয়া হয়,

রামগড় উপজেলা আওয়ামী লীগ সকালে দলীয় কার্যালয়ে জাতীয় ও  দলীয়  পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ এবং বঙ্গবন্ধুর ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ সম্প্রচার করে,

এছাড়া রামগড় সরকারি ডিগ্রি কলেজ, ও রামগড় পৌরসভার  উদ্যোগে শোভাযাত্রা বের করা হয়।

শনিবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:আল মামুন মিয়ার নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের করা হয় রামগড় উপজেলা পরিষদ প্রাঙ্গণ  থেকে, রামগড়  সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. নুরুন্নবীর নেতৃত্বে কলেজ থেকে বিশাল আনন্দ শোভাযাত্রা  বের হয়। শোভাযাত্রায়  উপাধ্যক্ষ অধ্যাপক  মুহা. জয়নুল আবেদীনসহ কলেজের শিক্ষক ও শিক্ষাথীরা অংশ গ্রহণ করেন,

শোভাযাত্রাটি উপজেলা প্রশাসনের শোভাযাত্রায় যোগ দেয় একইভাবে  রামগড় পৌরসভা থেকে প্যানেল মেয়র আহসান উল্লাহর নেতৃত্বে আনন্দ শোভাযাত্রা বের হয়, রামগড় থানার অফিসার ইনচার্জ মো. শরীফুল ইসলামের নেতৃত্বে থানা পুলিশের পক্ষ থেকেও শোভাযাত্রা বের হয়।

এছাড়া বিভিন্ন সরকারি, বেসরকারি  প্রতিষ্ঠান, উপজেলা আওয়ামী লীগ পৃথক পৃথকভাবে শোভাযাত্রা নিয়ে উপজেলা প্রশাসনের শোভাযাত্রায় যোগ দেয়, বিশাল শোভাযাত্রাটি প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল মামুন মিয়ার সভাপতিত্বে এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

এতে বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, পৌরসভার প্যানেল মেয়র আহসান উল্লাহ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার  মফিজুর রহমান,  থানার ওসি মো. শরীফুল ইসলাম, পাতাছাড়া ইউপি চেয়ারম্যান মনিন্দ্র ত্রিপুরা, সাবেক চেয়ারম্যান কাজী নুরুল  আলম(আলমগীর), শের আলী ভুইয়া, সাংবাদিক মো. নিজাম উদ্দিন লাভলু,সভাশেষে এ উপলক্ষ্যে  অনুষ্ঠিত  কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে  পুরস্কার বিতরণ ও বিশেষ  মোনাজাত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *