সোনাগাজী প্রতিনিধি :
বঙ্গবন্ধুর ৭ই মার্চ এর ভাষণ ইউনেস্কোর” মেমোরি অব দ্য ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল রেজিষ্টার” এ অন্তর্ভুক্তির মাধ্যমে ” বিশ্ব প্রামাণ্য ঐতিহ্যে’র” স্বীকৃতি লাভের অসামান্য অর্জনকে উদযাপন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৫ নভেম্বর শনিবার সকালে সোনাগাজী মোঃ ছাবের পাইলট মডেল স্কুল থেকে এই শোভা যাত্রা শুরু হয়ে সোনাগাজী উপজেলা চত্তরে গিয়ে অালোচনা সভায় মিলিত হয়।।
এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম, উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান, সহকারী কমিশনার (ভুমি) নিজাম উদ্দিন, সোনাগাজী পৌর মেয়র এড. রফিকুল ইসলাম খোকন , মডেল থানা অফিসার ইনচার্জ হুমায়ুন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আজিজুল হক হিরন, মহিলা ভাইস চেয়ারম্যান জোবেদা নাহার মিলি, উপজেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সভাপতি রুহুল আমিন, মুক্তিযোদ্ধা কমান্ডার নাছির উদ্দিন, বগাদানা ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন, মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশারফ হোসেন বাদল, মতিগঞ্জ ইউপি চেয়ারম্যান রবিউজ্জামান বাবু, চরদরবেশ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু, সদর সোনাগাজী ইউপি চেয়ারম্যান সামছুল আরেফীন, আমিরাবাদ ইউপি চেয়ারম্যান জহিরুল আলম জহির, নবাবপুর ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুল মোতালেব রবিন, সহ উপজেলার স্কুল কলেজ মাদ্রাসার প্রধান শিক্ষকবৃন্দ।