গণিতবিদ কেপি বসুর বাড়ি পরিদর্শণে ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন

 

মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :

গণিতবিদ কেপি বসুর বাড়ি পরিদর্শণ করেছেন ঝিনাইদহের জেলা প্রশাসক জাকির হোসেন। ২৪.১১.২০১৭ ইং বৃহস্পতিবার বিকেলে তিনি বাড়িটি পরিদর্শণ করেন। এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাম্মী ইসলাম, সদর উপজেলা কৃষি কর্মকর্তা ড. খান মোঃ মনিরুজ্জামান, হরিশংকরপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাসুম, ঝিনাইদহ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদসহ অন্যানরা উপস্থিত ছিলেন।

এসময় জেলা প্রশাসক বলেন, বিখ্যাত গণিতবিদ কে পি বসুর বসত ভিটা যারা দখল করে রেখেছে তার দ্রæত দখলমুক্ত করা হবে। কেপি বসুর বাড়িটি সংরক্ষনের জন্য একটি কমিটি গঠন করা হবে। এছাড়াও দ্রুত প্রত্নতত্ত অধিদপ্তরে চিঠি লিখে বাড়িটিকে পর্যটন কেন্দ্র গড়ে তোলার ব্যবস্থা করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *