মার্কিন নাগরিকদের সৌদি ভ্রমণে সতর্কতা জারি – বাংলারদর্পন

বাংলারদর্পন :

সৌদি আরবে মার্কিন নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র সরকার। আজ বুধবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, সৌদি আরবে জঙ্গি হামলার আশঙ্কা বৃদ্ধির প্রেক্ষিতে এ সতর্কতা জারি করা হয়েছে।

একই সাথে রিয়াদে এ মাসের শুরুতে ইয়েমেনের বিদ্রোহী গ্রুপ হুতিদের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা উদ্বেগ বাড়িয়েছে মার্কিন প্রশাসনে। যদিও সৌদি প্রশাসন জানিয়েছিলো, ওই ক্ষেপণাস্ত্রটি সফলভাবে প্রতিরোধ করেছে দেশটির নিরাপত্তারক্ষীরা।

মার্কিন পররাষ্ট্র দফতরের এক নোটিশে বলা হয়, ‘রিয়াদ, জেদ্দা, দাহরান ইত্যাদি প্রধান শহরগুলোসহ পুরো সৌদি আরবেই সন্ত্রাসী হামলার শঙ্কা বাড়ছে এবং যে কোনো সময় এমনটি ঘটতে পারে। এমন পরিস্থিতিতে মার্কিন নাগরিকদের দেশটি সফরে সতর্কতা অবলম্বনের জন্য বলা হচ্ছে।’

নোটিশটি সৌদি আরবে মার্কিন দূতাবাসের ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *