ক্রীড়া প্রতিবেদকঃ প্রকাশ- ১১ নভেম্বর ১৬।
বিশ্বকাপ ফুটবলের বাছাইপর্বে সাউথ আমেরিকা অঞ্চলের ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বি আর্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল। ম্যাচের প্রায় পুরোটা জুড়েই ছিলো ব্রাজিলের আধিপত্য।
প্রথমার্ধের ২৫ মিনিটে কুটিনহো’র গোলে এগিয়ে যায় স্বাগতিক ব্রাজিল। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে সেলেকাওদের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন নেইমার। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৫৮ মিনিটে ব্রাজিলের হয়ে তৃতীয় গোলটি করেন পাওলিনহো।
গত বিশ্বকাপে যেই বেলা হরিজন্তে জার্মানি লিখে দিয়েছিলো ব্রাজিলের সবচেয়ে লজ্জ্বাজনক এক অধ্যায়, সেই মাঠেই আজ অপ্রতিরোধ্য ব্রাজিল।
চির আকাঙ্খিত এই ম্যাচটিতে সেলেকাওদের সুপার স্টার নেইমার পেয়েছেন তার আন্তর্জাতিক ক্যারিয়ারের ৫০তম গোল।
এই জয়ের ফলে ১১ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান ধরে রাখলো ব্রাজিল। আর ১৬ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে থাকা আর্জেন্টিনা আছে বিশ্বকাপের মূল পর্বে না যেতে পারার শঙ্কায়। দক্ষিণ আমেরিকা অঞ্চলের শীর্ষ চার দল সরাসরি খেলবে রাশিয়া বিশ্বকাপ। পঞ্চম দলটিকে প্লে-অফ খেলতে হবে ওশিয়ানিয়া অঞ্চলের সেরা দলের সঙ্গে।
অার্জেন্টিনাকে ৩-০ গোলে হারিয়েছে ব্রাজিল
