গাজীপুর : গাজীপুর সিটি কর্পোরেশনে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক জয়নাল অাবদিন নিহত হয়েছেন। বুধবার এ দুর্ঘটনা ঘটে। নিহত জয়নাল আবেদীন
দৈনিক ভোরের চেতনা পত্রিকার নির্বাহী সম্পাদক ও শেরপুর জেলার মকবুল হোসেনের ছেলে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বুধবার দুপুরে গাজীপুর থেকে মোটরসাইকেল যোগে পুবাইল যাওয়ার পথে ঝাঝর এলাকায় একটি কাভার্ডভ্যান সাংবাদিক জয়নালকে বহনকারী মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জয়নাল আবেদীন মারা যান। এসময় মোটরসাইকেল চালক সাংবাদিক মিনহাজ গুরুতর আহত হন। পরে স্থানীয়রা মিনহাজকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দি আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। নিহত জয়নাল আবেদীন গাজীপুরের বশির সড়ক এলাকায় ভাড়া বাসায় থাকতেন। পুলিশ কাভার্ডভ্যানটিকে আটক করতে পারলেও চালক ও হেলপার পালিয়ে গেছে।
সাংবাদিক জয়নাল আবদিনের মৃত্যুতে শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে জাতীয় ও স্থানীয় সাংবাদিক সংগঠন গুলো।