মোঃ আলাউদ্দীন ;
চট্টগ্রাম মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানঃ কাভার্ড ভ্যানের ভিতরে বিশেষ কায়দায় নির্মিত কুঠুুরী হতে ০১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার; ০৩ আসামী গ্রেফতার।
বন্দর নগরী চট্টগ্রামের বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ পুলিশ বক্সের সামনে চেকপোষ্ট করাকালীন সময়ে জব্দকৃত ইয়াবা বহনকারী কাভার্ড ভ্যানটিকে থামানোর জন্য সংকেত প্রদান করিলে দ্রুত গতিতে চেকপোষ্ট অতিক্রম করিয়া মেরিন ড্রাইভ সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নতুন ফিশারীঘাট বাজারের অভিযান পরিচালনা করে ক) ২০টি কালো স্কচ টেপ দ্বারা মোড়ানো প্যাকেট, প্রতিটি প্যাকেটে ৩০টি নীল রংয়ের বায়ূরোধক পলিব্যাগে ০১ লক্ষ ২০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট, খ) ০১টি কাভার্ড ভ্যান (যাহার রেজিঃ নং ঢাকা মেট্টো-ট-২০-৭২৫৮), গ) ১৩০টি ককসিটের বরফযুক্ত মাছভর্তি কার্টুন উদ্ধার সহ ০৩ আসামীকে হাতে নাতে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ।
গ্রেফতারকৃত আসামী ঃ ১। মোঃ মামুন বেপারী (ড্রাইভার)(৩৩), পিতা- সরোয়ার বেপারী, মাতা-নুর জাহান সাং- টেরবাগডি (বেপারী বাড়ি) থানা- সদর, জেলা-মাদারীপুর, ২। মোঃ শাহাজাহান(৩২), পিতা- মৃত আব্দুল সালাম সাং-পূর্ব পানখালী, হ্নীলা বাজার, থানা- টেকনাফ, জেলা- কক্সবাজার, ৩। মোঃ আনোয়ার(২২), পিতা- আব্দুস সালাম সাং- পূর্ব পানখালী, হ্নীলা বাজার, থানা- টেকনাফ জেলা- কক্সবাজার
১৯ নভেম্বর ২০১৭ ইং তারিখ দিবাগত রাত ০১.১৫ ঘটিকায় চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর) বিভাগের উপ-পুলিশ কমিশনার জনাব মোহাম্মদ শহীদুল্লাহ, পিপিএম এর তত্ত্বাবধানে অতিঃ উপ-পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) জনাব এএএম হুমায়ুন কবির ও সহকারী পুলিশ কমিশনার (ডিবি-পশ্চিম) এর নেতৃত্বে¡ পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোহাম্মদ মহসীন, পিপিএম, পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ কামরুজ্জামান সঙ্গীয় এসআই/ফরহাদ হোসেন, এসআই/আব্দুর রব, এসআই/শিবু প্রসাদ চন্দ, এএসআই/বাপ্পু সেন ও ফোর্স সহ গোপন সূত্রে সংবাদ পায় যে, কক্সবাজার টেকনাফ হতে ০১টি মাছ ভর্তি কাভার্ড ভ্যানে বিশেষভাবে লুকায়িত অবস্থায় (মাদকদ্রব্য) ইয়াবা ট্যাবলেট ঢাকায় পাচার করার উদ্দেশ্যে বহন করছে। উক্ত সংবাদের ভিত্তিতে বাকলিয়া থানাধীন নতুন ব্রীজ পুলিশ বক্সের সম্মুখে রাত ০১.১৫ ঘটিকায় উপস্থিত হয়ে চেকপোষ্ট আরম্ভ করেন। চেকপোষ্ট করাকালীন সময়ে রাত ০১.৪০ ঘটিকায় উপরে বর্ণিত জব্দকৃত কাভার্ড ভ্যানটিকে থামানোর জন্য সংকেত প্রদান করিলে দ্রুত গতিতে চেকপোষ্ট অতিক্রম করিয়া মেরিন ড্রাইভ সড়ক দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে নতুন ফিশারীঘাট বাজারের সামনে রাস্তার উপর ২০ নভেম্বর ২০১৭ ইং রাত ০১.৫০ ঘটিকায় আটক করতে সক্ষম হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জব্দকৃত কাভার্ড ভ্যানের মালিক সু-কৌশলে অভিনব কায়দায় (মাদকদ্রব্য) ইয়াবা পাচারের জন্য কাভার্ড ভ্যানের ভিতরে গোপনীয় স্থান তৈরী করে। জব্দকৃত কাভার্ড ভ্যানের সুপারভাইজার জনৈক আনোয়ার হোসেন বাবু (৩৫) ধৃত আসামী ১। ড্রাইভার মামুন বেপারী (৩৫) ২। মোঃ শাহাজাহান (৩২) ও ৩। মোঃ আনোয়ার (২২) এর মাধ্যমে টেকনাফ হইতে মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয় করিয়া সু-কৌশলে ঢাকা নিয়ে বিক্রি করে।
সংঘবদ্ধ ইয়াবা পাচারকারী সদস্যরা ইয়াবা পাচারের কৌশল পরিবর্তন করিয়া নিজেরা ২/১টি কাভার্ড ভ্যান ক্রয় করে ট্রান্সপোর্টের মালিক হিসেবে পরিচয় প্রদান করে। কাভার্ড ভ্যান গুলোর বডি তৈরি করার সময় ইয়াবা পাচার করার জন্য মিস্ত্রি দ্বারা গোপন চেম্বার তৈরি করে। টেকনাফ কক্সবাজার ও চট্টগ্রাম থেকে ঢাকা ও অন্যান্য শহরে কৌশলে ইয়াবা ট্যাবলেট পরিবহনের সময় আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দেওয়ার জন্য পচনশীল দ্রব্য মাছ বহন করে।
গ্রেফতারকৃত ও পলাতক আসামীদের বিরুদ্ধে বাকলিয়া থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।