মোঃ আলাউদ্দীন :
চট্টগ্রামের সদরঘাট থানাধীন কদমতলী রেলওয়ে ব্র্যাক কোয়ার্টার কলোনীতে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে মহানগর গোয়েন্দা পুলিশের কাউন্টার টেরোরিজম এর একটি বিশেষ টিম।পলাতক আসামীঃ ১) মোঃ রবিউল আলম @ বোম্বা (৪০), ২) মোঃ ইউছুফ (৩২), ৩) মোঃ ইকবাল হোসেন @ ট্যাক্সি জসিম (৪২), ৪) মোঃ ছালেহ আহম্মেদ (৪২), ৫) বাইট্টা নাছির (৪৫), ৬) মোঃ আরজু(৩৮) সহ অজ্ঞাতনামা ৩/৪ জন ।
গতকাল দিবাগত রাত ০৩.১৫ ঘটিকায় মহানগর গোয়েন্দা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (বন্দর) জনাব আসিফ মহিউদ্দীন ও পুলিশ পরিদর্শক জনাব অশোক চৌহানের নেতৃত্বে এসআই/শেখ তারিকুল ইসলাম, এসআই/মোঃ ইউছুফ ভুইয়া, এসআই/শওকত আলী, এএসআই/মোঃ হোসেন সঙ্গীয় ফোর্স সহ গোপন সংবাদের ভিত্তিতে সদরঘাট থানাধীন কদমতলী রেলওয়ে ব্র্যাক কোয়ার্টার কলোনীর জনৈক মাদক স¤্রাট রবিউলের ঘরে বিশেষ অভিযান পরিচালনা করে ৬৫০(ছয়শত পঞ্চাশ) বোতল ফেন্সিডিল (যাহার অনুমানিক মূল্যে ৬,৫০,০০০/-) উদ্ধার করা হয়।পলাতক আসামীদের বিরুদ্ধে সদরঘাট থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে।