ফারাহ মোঃ ফুয়াদ, সোনাগাজী :
ফেনীর সোনাগাজীতে মামলা প্রত্যাহার না করায় গৃহবধুর ওপর হামলা ও শ্লীনতাহানীর অভিযোগ পাওয়া গেছে।
গত ১৬ এপ্রিল রাতে উপজেলার দক্ষিন পুর্ব চর ছান্দিয়া গ্রামের ওয়াপদা কলোনীতে এ ঘটনা ঘটে। হামলা ও শ্লীলতাহানীর ঘটনায় সোমবার বিকালে সোনাগাজী থানায় অভিযোগ দিয়েছেন আহত ওই গৃহবধু।
জানা যায়, হামলা ও জবর দখলের ঘটনায় একই কলোনির বেছুমিয়ার ছেলে জসিম উদ্দিন এর বিরুদ্ধে মামলা করেছিলেন প্রবাসী নুরুল করিমের স্ত্রী আকলিমা আক্তার।
উক্ত মামলা ফেনী’ আদালতে বিচারাধীন আছে। মামলা তুলে নিতে বাদিকে বহুবার হুমকি দিয়েছিলেন জসিম উদ্দিনগং।
মামলা প্রত্যাহার না করায় গত ১৬এপ্রিল রাতে কলোনির নিজামের চা দোকানের সামনে আকলিমার ভাগিনা সানিকে বেঁধে রাখেন জসিম ও তারা সহযোগিরা। খবর পেয়ে আকলিমা ও তার বোন তাসলিমা বেগম ঘটনাস্থলে গেলে জসিম উদ্দিন, তার ছেলে রিয়াদ, রাজ্জাকের ছেলে মাইন উদ্দিন, সাহাবুদ্দিন, তার ছেলে বেলাল হোসেনসহ ৮/১০জন সন্ত্রাসি লাঠিশোঠা দিয়ে পিটিয়ে তাদেরকে (আকলিমা ও তাসলিমা) মারাত্বক জখম এবং শ্লীলতাহানী করে।
এসময় তাদের কাছে থাকা মোবাইল ও স্বর্নের চেইন ছিনিয়ে নেয় ওইসব হামলাকারী সন্ত্রাসীরা।
এব্যাপারে জসিম উদ্দিন জানান, ভুমি বিরোধের কারনে একের পর এক মামলা দিয়ে হয়রানি করছে বাদি পক্ষ।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ উৎপল দাস জানান , উভয়ের শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম রয়েছে ।
সোনাগাজী থানার অফিসার ইনচার্জ সাজেদুল ইসলাম জানান, লিখিত অভিযোগ পেয়েছি,। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।