মোস্তাফিজুর রহমান উজ্জল, ঝিনাইদহ :
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বৈশাখী তেল পাম্প এলাকায় বাস চাপায় প্রান্ত কুমার সাহা (২৫) নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। প্রান্ত যশোর বিসিএমসি কলেজের শেষ বর্ষের ছাত্র। ১৯.১১.২০১৭ ইং রোববার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে।
কালীগঞ্জ থানার ওসি মিজানুর রহমান জানান, কালীগঞ্জ উপজেলার যশোর-ঝিনাইদহ মহাসড়কের বৈশাখী তৈল পাম্প সামনে যশোর থেকে ছেড়ে আসা ঢাকা গামী হানিফ পরিবহনের একটি বাস বিপরিতগামী মোটরসাইকেল আরোহীকে চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই নিহত হয় প্রান্ত এবং আহত হয় তার বন্ধু বিজয় ও কায়েস। পরে আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।