বাংলারদর্পন নিউজ ডেস্ক : অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের একত্রিত করে পরস্পরের মধ্যে পরিচয়, চিন্তা ও মতের বিনিময় ও ভ্রাতৃত্ব গড়ে তোলার লক্ষ্যে অরুন চন্দ্র উচ্চ বিদ্যালয় এলামনাই এসোসিয়েশন গঠিত হয়েছে। আজ ১৭ নভেম্বর ২০১৭, বিকেল সাড়ে ৫টায় ঢাকার পল্টনের একটি রেস্তোরায় প্রাক্তন ছাত্রদের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন স্কুলের প্রাক্তন ছাত্র অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী (ব্যাচ-৭৮) সভা পরিচালনা করেন মহিনউদ্দিন চৌধুরী লিটন (ব্যাচ-৯৩)
সভায় নারায়ন চন্দ্র শীল (ব্যাচ-৭৪) অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী (ব্যাচ-৭৮) কে উপদেষ্টা মোহাম্মদ শরীফ (ব্যাচ-৭৮) কে আহ্বায়ক, মহিনউদ্দিন চৌধুরী লিটন (ব্যাচ-৯৩) কে সদস্য সচিব করে ১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির সদস্যরা হলেন মোঃ খোরশেদ আলম (ব্যাচ-৮১), কেশব সরকার (ব্যাচ-৮১), মেসবা উদ্দিন কচি (ব্যাচ-৭৮), সহিদ আলম (ব্যাচ-৯১), আনোয়ার হোসেন কিরন (ব্যাচ-৯৩), ডাঃ মুনীর আহমেত (ব্যাচ-৯৩), এ বি এম জাহিদুল ইসলাম (ব্যাচ-৯৫), শাহাদাত হোসেন শিবলী (ব্যাচ-৯৮), রাজিব হোসেন (ব্যাচ-১১), খুরশিদ আলম সেলিম (ব্যাচ-১৩), তাজুল ইসলাম খন্দকার (ব্যাচ-১৪), তানবির আহমেদ (ব্যাচ-১৬), মেহেদী হাছান আকাশ (ব্যাচ-১৬)
এই কমিটি গঠনতন্ত্র চুড়ান্ত ও সাধারণ সদস্য সংগ্রহ করে পূনাঙ্গ কমিটি গঠন করবে। এবং আগামী ৩০ নভেম্বর ২০১৭, বৃহস্পতিবার সন্ধ্যা ৬টায় দৈনিক বাংলা আলীগড় হাউজে বৈঠক করবে।