দাগনভূঞায় ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন – বাংলারদর্পন

মোঃ জুলফিকার আলম :

ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে ডিজিটাল শিক্ষা সবার আগে এই শ্লোগানকে সামনে রেখে  দাগনভূঞায় সর্বপ্রথম শিক্ষা প্রতিষ্ঠানকে সম্পূর্ণ অনলাইন ভিত্তিক পরিচালনা করার লক্ষ্যে দাগনভূঞা আহমদিয়া হাফেজীয়া মাদ্রাসা এন্ড এতিমখানার ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন হয়েছে।

বৃহস্পতিবার সকালে মাদ্রাসার কনফারেন্স হলে উক্ত ডিজিটাল ক্যাম্পাস উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অত্র মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল্লাহর সভাপতিত্বে  দাগনভূঞা পৌরসভার  মেয়র ওমর ফারুক খাঁন প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে ডিজিটাল মার্কশীট প্রদান ও শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যারের মাধ্যমে এক ক্লিকে সকল অভিভাবককে এসএমএস পাঠানোর মাধ্যমে ডিজিটাল ক্যাম্পাসের উদ্বোধন করেন।

উল্লেখ্য প্রতিষ্ঠানটি তাদের প্রাতিষ্ঠানিক ও পুরো শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাল করতে দেশের শীর্ষস্থানীয় সফটওয়্যার সেবাদানকারী প্রতিষ্ঠান নেটিজেন আইটি লিঃ এর কারিগরি সহযোগীতায় শিক্ষা প্রতিষ্ঠান ব্যবস্থাপনা সফটওয়্যার Eduman 4.3 এর মাধ্যমে পরিচালনা করছে। সফটওয়্যারটির মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে বায়ো্ম্যাট্রিক হাজিরা, রেজাল্ট প্রসেসিং ও পাবলিশিং, ফি কালেকশন সহ প্রতিষ্ঠানের যাবতীয় কাজ খুব সহজে নিখুতভাবে সম্পন্ন করছে। এছাড়াও প্রতিষ্ঠানটি সম্পূর্ণ সিসি ক্যামেরায় নিয়ন্ত্রিত হচ্ছে।

ডিজিটাল শিক্ষা ব্যবস্থা সম্পর্কে বক্তব্য রাখেন, নেটিজেন আইটি লিঃ এর দাগনভূঞা উপজেলা প্রতিনিধি আবু নাসির। এছাড়াও অনুষ্ঠানে অত্র প্রতিষ্ঠানের শিক্ষক শিক্ষিকা মন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ।

এছাড়াও বিশেষ অতিথি ছিলেন দাগনভূঞা পৌরসভার ৩ নং ওয়ার্ড কাউন্সিলর নূরুল হুদা সেলিম , সাংবাদিক আজাদ মালদার, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা হাফেজ রূহুল আমীন এবং প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষিকামন্ডলী, অভিভাবক, শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *