দিনাজপুর পল্লীশ্রীর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত

মোঃ আফজাল হোসেন দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুর পল্লীশ্রীর উদ্যোগে ফ্রি স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত। পল্লীশ্রীর উদ্যোগে সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ফ্রি নাক, কান, গলা ও চক্ষু স্বাস্থ্য ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
২০ ডিসেম্বর মঙ্গলবার দিনাজপুরের বিরল উপজেলার ফরক্কাবাদ ইউনিয়নের সেতারা বাজারস্থ নিউ জেনারেশন মডেল স্কুলে দিনাজপুর পল্লীশ্রীর সমৃদ্ধি কর্মসূচীর আয়োজনে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর অর্থায়নে ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে নাক, কান ও গলা’র রোগীদের চিকিৎসা পত্র প্রদান করেন দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের নাক,কান,গলা বিভাগের চিকিৎসক ডাঃ হিলারিউস হেম্ব্রম এবং চক্ষু রোগীদের চিকিৎসা পত্র প্রদান করেন দিনাজপুর চক্ষু হাসপাতালের মেডিকেল অফিসার ডাঃ মোল্লাহ মোঃ জালাল হোসেন।

ফ্রি স্বাস্থ্য ক্যাম্পে প্রায় ৩ শত ৫০ জন রোগীকে চিকিৎসা পত্র ও ফ্রি ঔষধ প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন নিউ জেনারেশন মডেল স্কুলের প্রধান শিক্ষক মোঃ ফরিদুর ইসলাম, স্থানীয় ইউপি মেম্বার দীনবন্ধু মিত্র, পল্লীশ্রী’র ঋণ ও আয়বৃদ্ধিমূলক কর্মসূচীর প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ মোস্তফা কামাল, পল্লীশ্রী’র সমৃদ্ধি প্রকল্পের প্রকল্প সমন্বয়কারী মাহমুদা নাজনীন, পল্লীশ্রী’র সেতারা বাজার ইউনিটের ইউনিট ম্যানেজার ইমরান আলী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *