বাংলারদর্পন :
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবী প্রদেশে বসবাসরত প্রবাসী সোনাগাজীবাসীর পক্ষ থেকে ফেনীর সোনাগাজী উপজেলার অামিরাবাদ ইউনিয়নের চেয়ারম্যান ও উপজেলা অা’লীগের যুগ্ন সাধারন সম্পাদক জহিরুল অালম জহিরকে সংবর্ধনা দেয়া হয়েছে ।
সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামাল উদ্দিন নয়নের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলন, অাবুধাবী অা’লীগের সভাপতি শহীদ উল্যা শহিদ।
সংবর্ধিত অতিথির বক্তব্যে জহির চেয়ারম্যান বলেন, প্রবাসীরা দেশের দূত, তারা বিদেশে দেশের প্রতিনিধিত্ব করেন। কর্মব্যস্ততার মধ্যেও সংবর্ধিত করায় প্রবাসীদের প্রতি কৃতজ্ঞতা জানান জহির চেয়ারম্যান।
সোমবার সন্ধায় অাবুধাবী সেন্ট মেরিন হোটেলে অনুৃষ্ঠিত সংবর্ধনা অনুৃষ্ঠানে আবুধাবী আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।