রাউজানে এ.বি.এম মহিউদ্দিন চৌধুরীর সুস্থতা কামনায় দোয়া মাহফিল – বাংলারদর্পন 

 

 

মোঃ আলাউদ্দীন :

রাউজান উপজেলায় চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায়, আজ সোমবার, (১৩-নভেম্বর) যোহরের নামাজের পর, রাউজান বিশ্ববিদ্যালয় কলেজ জামে মসজিদে উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও বিভিন্ন অঙ্গ সংগঠনের উদ্যোগে এই দোয়া মাহফিল আয়োজন করা হয়।

 

উক্ত দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন, রাউজান উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি কামাল উদ্দিন আহমেদ, পৌরসভার প্যানেল মেয়র আলহাজ্ব বশির উদ্দিন খাঁন, পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর আলমগীর আলী, পৌরসভার দ্বিতীয় প্যানেল মেয়র জমির উদ্দিন পারভেজ, অধ্যাপক সেলিম নেওয়াজ, রাউজান ইউনিয়ন চেয়ারম্যান বিএম, জসিম উদ্দিন হিরু, পৌরসভার ৫নং ওয়ার্ড কাউন্সিলর জানে আলম জনি, নুরুল ইসলাম চৌধুরী, নায়েম উদ্দিন চৌধুরী, নুরুল আমিন, কাজী মো. রাশেদ,আহসান হাবীব চৌধুরী হাসান,  তসলিম উদ্দিন চৌধুরী, জিয়াউল হক রোকন, আবু ছালেক, জিল্লুর রহমান মাসুদ, শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, আরমান শিকদার, ফয়সাল মাহমুদসহ প্রমূখ।

 

দোয়া মাহফিল শেষে আলহাজ্ব এবিএম মহিউদ্দিন চৌধুরীর শারীরিক সুস্থতা ও রোগমুক্তি কামনা করে মোনাজাত পরিচালনা করেন মাওলানা সিরাজুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *