চট্টগ্রাম ব্যুরো :
চট্টগ্রাম রাউজানে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে (মামলা নং-২১৬/২১৭/২১৮) তিন মহিলার ১ বছর কারাদণ্ড হয়েছে। আজ সোমবার, (১৩-নভেম্বর) ভ্রাম্যমাণ আদালতের এই রায় প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামীম হোসেন রেজা।
দণ্ডপ্রাপ্ত মহিলারা হলেন, চট্টগ্রাম ডবলমুড়িং থানার পাহাড়তলির মৃত আব্দুস সালামের স্ত্রী শানু আকতার (৪৮),একই থানার আগ্রাবাদ চৌমুহনি সুলতান কলোনীর আব্দুল হকের স্ত্রী তানিয়া বেগম (৪৫), অপরজন একই থানার আগ্রাবাদ চৌমুহনি সুলতান কলোনীর মৃত আব্দুর রবের স্ত্রী নাছিমা বেগম (৪৪)।
রায়ের পর তাদেরকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পাঠিয়ে দেয়া হয়েছে।