নিজস্ব প্রতিবেদকঃ অাজ ১১ নভেম্বর সকালে বেতিয়ারা দিবসে শহীদদের স্মৃতিস্তম্ভে ফেনী জেলা খেলাঘর অাসরের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলী অর্পন করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, খেলাঘর কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য মো. মোস্তফা, ফেনী জেলা কমিটির সভাপতি এডভোকেট জাহাঙ্গীর অালম নান্টু, সাধারন সম্পাদক টিটো দত্ত, সহ সভাপতি গোলাম মাওলা, কাজী সালাউদ্দিন নোমান, মঞ্জু রানি দেবী, ফরিদা ইয়াসমিন, সাহিদ্য সাম্য লীনা প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭১ সালের ১১ নভেম্বর চৌদ্দগ্রামের বেতিয়ারায় পাক হানাদার বাহীনির গুলিতে ৯জন গেরিলা যোদ্ধা শহীদ হন। ওই বীর শহীদদের স্মরনে প্রতিবছর দিনটি “বেতিয়ারা দিবস ” হিসেবেবে পালন করা হয়।