অনলাইন ডেস্ক ; কক্সবাজারের উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৮ জন রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত টেকনাফ ও উখিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে তাদের ফেরত পাঠানো হয়।
কক্সবাজারস্থ বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানান, উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে ৩৮ রোহিঙ্গাকে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে বিজিবি। এর মধ্যে ৯ পুরুষ, ১৩ নারী এবং ১৬ জন শিশু ছিল।
এদিকে নাফ নদী থেকে রোহিঙ্গা বহনকারী একটি নৌকা ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছেন টেকনাফ-২ বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দীকি।
তিনি জানান, সোমবার ভোরে ১০-১৫ জনকে বহনকারী নৌকাটি টেকনাফ সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। কিন্তু বিজিবির কড়া নজরদারি কারণে সেটি বাংলাদেশে ঢুকতে না পেরে মিয়ানমারে ফেরত যায়।
মেজর আবু রাসেল আরও জানান, যেসব পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা বেশি প্রবেশের চেষ্টা করছে সেসব পয়েন্টে বিজিবির সর্বোচ্চ নজরদারি আছে।পাশাপাশি সীমান্ত জুড়ে কঠোর নিরাপত্তা বাড়ানো হয়েছে