১০০টি জেট বিমান কিনছে ইরান

অনলাইন ডেস্ক   ; অর্থনৈতিক নিষেধাজ্ঞা ওঠে যাবার পর নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে ইরান। এ ধারাবাহিকতায় যোগাযোগ ব্যবস্থায় গতি আনতে বিমান নির্মাতা সংস্থা এয়ারবাস থেকে ১০০টি জেট বিমান কিনছে দেশটি।
সোমবার দেশটির এক সিনিয়র কর্মকর্তা জানান, মধ্য জানুয়ারির মধ্যেই চাহিদার প্রথম ধাপের বিমান ইরানে পৌঁছবে।  বিমান কেনার এ চুক্তি সোমবার বা মঙ্গলবারের মধ্যেই সম্পন্ন হবে বলে রয়টার্সকে জানিয়েছেন দেশটির সড়ক ও নগর উন্নয়ন উপমন্ত্রী আজগর ফখরি কাসান।
তিনি বলেন, ‘আমরা অনেক যাচাই-বাছইয়ের পর বিমান কেনার জন্য সিদ্ধান্ত নিয়েছি। এ আলোকে এয়ারবাস কোম্পানির সঙ্গে যেকোনো দিন তেহরানে চুক্তি স্বাক্ষর হতে পারে। সোমবার কিংবা মঙ্গলবারেই এ চুক্তি হতে পারে।’

গত সপ্তাহে বিমান নির্মাতা সংস্থা বোয়িং থেকে ৮০টি বিমান কেনার চুক্তি স্বাক্ষর করে ইরান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *