সুজায়েত আলি সুজা, রামগড় (খাগড়াছড়ি) :
‘উৎপাদনমুখী সমবায় গড়ি, উন্নত বাংলাদেশ গড়ি”এই প্রতিপাদ্যকে সামনে রেখে শনিবার(৪ নভেম্বর) সারাদেশের ন্যায় রামগড় উপজেলা প্রশাসনের আয়োজনে উদযাপন করা হয়েছে ৪৬তম জাতীয় সমবায় দিবস।
দিবসটি উপলক্ষ্যে রামগড় উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের পক্ষ থেকে ব্যাপক কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বর এলাকা থেকে সমবায় র্যালি বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভাস্থলে গিয়ে র্যালিটি শেষ হয়। র্যালি শেষে সমবায় কার্যালয়ের সামনে জাতীয় সংগীতের মধ্যে দিয়ে জাতীয় পতাকা ও সমবায় পতাকা উত্তোলনের মাধ্যমে দিবসটি উদ্বোধন করা হয়। সমবায় দিবস উদ্বোধনের পর পরই উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রামগড় উপজেলা সমবায় অফিসার প্রভাকর চোধুরীর সভাপতিত্বে জেলা পরিদর্শক বেলাল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভা ও র্যালিতে প্রধান অতিথি ছিলেন রামগড় উপজেলা পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম ভুইয়া,
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের, প্যানেল মেয়র আহসান উল্যাহ, অফিসার ইনচার্জ রামগড় থানা মো:শরিফুল ইসলাম, মুক্তিযোব্দা কমান্ড়ার মফিজুর রহমান সাংবাদিক নিজাম উদ্দিন লাভলু প্রমুখ।
সমবায় দিবসের আলোচনা সভায় বক্তরা বলেন, বাংলাদেশ হচ্ছে মুলত কৃষি প্রধান দেশ। এ দেশটি প্রাকৃতিক সম্পদে ভরপুর। দেশের এ সম্পদকে কাজে লাগিয়ে জাতীয় উন্নয়ন ও অগ্রগতি অর্জনে সমবায় একটি গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে কাজ করবে। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিশন ২০২১ ও ২০৪১ সালে সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সরকার সমবায় সেক্টরে কাজ করে যাচ্ছে।
মধ্যম আয়ের দেশ থেকে উন্নত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। একক প্রচেষ্টায় যা করা অসম্ভব, সমবায়ের মাধ্যমে তা সহজেই করা সম্ভব। উৎপাদনমুখী ও টেকসই উন্নয়নের সমবায় সেক্টর বর্তমান সরকারের গুরুতপূর্ণ পরিকল্পনা বাস্তবায়নের অন্যতম হাতিয়ার হিসেবে সফলভাবে কাজ করে এ দেশকে এগিয়ে নিয়ে যাবে। এবং দেশের উন্নয়ন নিশ্চিত করে ক্ষুধা-দারিদ্র্যমুক্ত হিসেবে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ভূমিকা রাখবে বলেও বক্তরা জানান।