মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল আফছার হত্যার বিচার হওয়া উচিত -জাহাঙ্গীর ফিরোজ

ফেনী: ফেনীর সোনাগাজী উপজেলার প্রথম প্রশিক্ষণ প্রাপ্ত এফএফ ফোর্সের মুক্তিযোদ্ধা কমান্ডার শহীদ নুরুল আফছারের কবর জিয়ারত করেন যুক্তরাজ্য আ’লীগ নেতা জাহাঙ্গীর ফিরোজ , তার সহোদর জার্মান আ’লীগ নেতা ও সোনাগাজী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জামশেদ আলম রানা। সোমবার দুপুরে সোনাগাজী পৌরসভাস্থ গাজীর বাড়ীর দরজায় কবর জিয়ারত কালে আরো উপস্থিত ছিলেন সাংবাদিক সৈয়দ মনির আহমদ এবং জাহাঙ্গীর ফিরোজের দুই ছেলে। তারা সুরা ফাতেহা পাঠ করেন এবং মরহুমের আত্নার মাগফিরাত কামনা করেন ।
এসময় জাহাঙ্গীর ফিরোজ বলেন, প্রকাশ্যে থানায় খুন করা হয়েছিল সাহসি মুক্তিযোদ্ধা আফছারকে । এখন পর্যন্ত হত্যার বিচার হয়নি । নুন্যতম স্বীকৃতিও পাইনি আফছার ও তার পরিবার।
প্রসঙ্গত, ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের বিজয় লগ্নে ১১ডিসেম্বর সোনাগাজী থানার ভেতরে কয়েকজন রাজাকারকে রক্ষা করতে এফএফ ফোর্সের কমান্ডার নুরুল আফছারকে গুলি করে হত্যা করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *