ফেনীর সাংবাদিকদের কলম বন্ধ কেন ?- জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী

ফেনী:

ফেনীর সাংবাদিকদের কলম বন্ধ কেন এমন প্রশ্ন তুললেন জেলা পরিষদের চেয়ারম্যান আজিজ আহম্মদ চৌধুরী। ২৩ অক্টোবর সোমবার সকালেহ জেলা পরিষদের ড.সেলিম আল দীন মিলনয়তনে প্রধানমন্ত্রীর এটুআই প্রোগ্রামের আওতায় জেলা তথ্য অফিসের উদ্যোগে সাংবাদিকদের সাথে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্ত্যবে তিনি এমন প্রশ্ন তুলেন । তিনি বলেন, আপনাদের সাংবাদিকদের চোখ বন্ধ কেন ? যারা অন্যায় করছে তাদের বিরুদ্ধে লেখেন। আমি যদি অন্যায় করি তাহলে আমার বিরুদ্ধেও লেখেন।

তিনি আরো বলেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার আপ্রাণ প্রচেষ্টায় দেশ তথ্য প্রযুক্তির দিক দিয়ে এগিয়ে যাচ্ছে। প্রধানমন্ত্রীর আগামীর উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আসুন আমরা আধুনিক সমাজ বিনির্মাণে সবাই ঐক্যবদ্ধ হই। ফেনী জেলা তথ্য অফিসার রেজাউল রাব্বী মনিরের  সভাপতিত্বে বিশেষ অতিথী ছিলেন ফেনী জেলা পরিষদের প্রধান নির্বাহী শারমিন জাহান। এসময় ফেনীতে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

 

(ফাইল ছবি)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *