ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার অামিরাবাদ ইউনিয়নের ৪ নং ওয়ার্ড আমির উদ্দিন মুন্সি বাজারে ত্রাসের রাজত্ব চলছে। প্রকাশ্যে চাঁদাবাজী, দিন দুপুরে ধর্ষন, ইভটিজিং, মাদক বিক্রয় ও সেবন সহ সকল অপরাধের অভয়ারণ্য ওই এলাকায়। সোমবার বিকালে বাজার কমিটি ও সামাজিক অান্দোলন পরিষদের উদ্যেগে বাজার তেমুহানিতে মতবিনিময় সভার অায়োজন করা হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মিনহাজুর রহমান বলেন, সরকার জঙ্গীবাদ, মাদক ও সন্ত্রাসের বিষয়ে জিরোটলারেন্স নীতি অবলম্বন করেছে। কোন ধরনের অপরাধে ছাড় নেই, স্থানীয় ব্যাবসায়ীদের দাবীর প্রেক্ষিতে তিনি অারো বলেন, বাজার ইজারার বিধি লঙ্গন করলে ইজারা বাতিল করা হবে।
বিশেষ অতিথির বক্তব্যে মডেল থানার অফিসার ইনচার্জ মো. হুমায়ুন কবির বলেন, ডাক বাংলা থেকে অামির উদ্দিন মুন্সি বাজার পর্যন্ত ১০ টাকার স্থলে ১৫ টাকা ভাড়া নেয়া হচ্ছে, টোল এবং জেনারেটরের নামে প্রকাশ্যে চাঁদাবাজী করছে স্থানীয় ইউপি সদস্য ও অা’লীগ নেতা অারু মিয়া। অাজকের সভা সর্বশেষ হুশিয়ারি দেয়া হল। অার কোন অপরাধের অভিযোগ পেলে বিকল্প ব্যাবস্থা নেয়া হবে।

সভাপতির বক্তব্যে চেয়ারম্যান জহিরুল অালম জহির বলেন, অামিরাবাদের অাইনশৃঙ্খলা উন্নতি করার প্রতিশ্রুতি দিয়ে অামি নির্বাচনে জয়লাভ করেছিলাম। চিহ্নিত কয়েকজন সন্ত্রাসী চাঁদাবাজ আমার নাম ভাঙ্গীয়ে সকল অপরাধে লিপ্ত হয়েছে। নির্বাচনি ওয়াদা অনুযায়ী নিজের জীবন দিয়ে হলেও অামিরাবাদকে সন্ত্রাস ও মাদক মুক্ত করবো।
বাজারের ব্যাবসায়ী জহিরুল হক সজিবের সঞ্চালনায় অারো বক্তব্য রাখেন, প্যানেল চেয়ারম্যান গেদুমিয়া ভুঞা, মুক্তিযোদ্ধা একেএম অাহমেদ করিম, সাবেক ইউপি সদস্য অাবদুল হক, ভুক্তভোগী ও ৪নং ওয়ার্ড অা’লীগের সাধারন সম্পাদক শেখ সাহেব, জেলা ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক মিলকি, ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক অাইয়ুব নবী ফরহাদ, উপজেলা ছাত্রলীগের সভাপতি অাবদুল মোতালেব রবিন, সাধারন সম্পাদক ইফতেখার হোসেন, সামাজিক অান্দোলনের সংগঠক শাহাদাত শাকিল, ভুক্তভোগী নশু মিয়া প্রমুখ।
ভুক্তভোগী ব্যাবসায়ীরা বলেন, বাজারে অতিরিক্ত টোল অাদায়, চিএনজিতে যাতায়াতে ৫ টাকা হারে চাঁদা অাদায়, বিয়ে অনুষ্ঠানে চাঁদা , জমি বিক্রিতে চাঁদা, প্রকাশ্যে ইভটিজিং, প্রবাসীর স্ত্রীদের ধর্ষন ও প্রবাসী পরিবার সহ সকল নির্মান কাজে গণহারে চাঁদা আদায় করে অারু মেম্বার এবং তার সহযোগীরা।
অারু ৪নং ওয়ার্ডের নির্বাচিত ইউপি সদস্য ও আমিরাবাদ ইউনিয়ন অা’লীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক।