ফেনী প্রতিনিধি :
প্রাচ্যের অক্সফোর্ড নামে খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদে অনুষ্ঠিত এবারের অনার্স ভর্তি পরীক্ষার মেধাতালিকায় ৮১২ তম স্থান পেয়েছে সোনাগাজী আল হেলাল একাডেমীর আরেক ছাত্র মাজেদুল ইসলাম তুষার।
তুষার ২০১৫ সালে সোনাগাজীর আল হেলাল একাডেমীর বিজ্ঞান বিভাগ থেকে জিপিএ-৫ ও ঢাকার বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ রাইফেলস কলেজের একই বিভাগ থেকে জিপিএ-৪.৫০ পেয়ে তার কৃতিত্বের পাশ করেন। এবছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত অনার্স ভর্তি পরিক্ষায় বিজ্ঞান বিভাগ (ডি অনুষদ) থেকে অংশগ্রহণ করে ১৪৯.৪০ নম্বর পেয়ে মেধাতালিকায় উত্তীর্ণ হয়।
সে ফেনী জেলার ফাজিলপুর ইউনিয়নের রাজনগর গ্রামের আলা বকস হাজী বাড়ির প্রবাসী মোঃ জসিম উদ্দিন ও মাজেদা খানমের পুত্র।
তুষারের এই কৃতিত্বে সন্তুষ্ট তার পরিবার ও স্কুলের শিক্ষকবৃন্দ। সে তার সাফল্যের জন্য স্কুলের সকল শিক্ষকের নিকট কৃতজ্ঞ এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য সকলের দোয়া প্রার্থী।