বাংলার দর্পন ডটকম :
এই সেই ‘ট্রাফিক সার্জেন্ট (মুস্তাইন)’। যে সাংবাদিকের ক্যামেরা নিয়ে যায় এই ঘটনা সত্য।
কিন্তু এখানে দেখছি এই সার্জেন্ট ভাই কিছু টাকা নিচ্ছে গাড়ির মধ্যে থাকা একজন ব্যক্তির কাছ থেকে ! এখন প্রশ্ন হলো গাড়ির মধ্যে থাকা ব্যাক্তি কেন সার্জেন্ট কে টাকা দিলো ?
দুজনের মধ্যে যে কথা হচ্ছে তাতে বোঝা যাচ্ছে গাড়ি টির কাগজ পত্র নেই! আর এই কারনেই সার্জেন্ট কে টাকা দিতে দিচ্ছে। তো সার্জেন্ট যদি টাকা নিয়ে অপরাধ করে থাকেন তাহলে গাড়ির মালিক কাগজ না করে ঘুষ দিয়ে গাড়ি চালানোর চেষ্টা করছে এটা কি অপরাধ নয় ?
এই সেই ‘ট্রাফিক সার্জেন্ট (মুস্তাইন)’। যে অন্যায়ভাবে সাংবাদিকের ক্যামেরা নিয়ে যায় এবং তার নামে মামলা দেয়। তার আসল চেহারা দেখুন ভিডিওটিতে।
আমাদের দৃষ্টিভঙ্গি কেন এমন, দোষী যদি হয় তাহলে দুজনেই দোষী লিখলে দুজনকে নিয়েই লিখতে হবে।
বললে সব সত্য বলার চেষ্টা করুন এক পিসে কিছু বলা ঠিক নয়।