দিনাজপুরে ডিগ্রি কলেজের নতুন ভবন ফলক উম্মোচন করেন গনশিক্ষা মন্ত্রী ॥

মোঃ আফজাল হোসেন ,দিনাজপুর প্রতিনিধি:
দিনাজপুরের আমবাড়ী ডিগ্রী কলেজের নতুন ভবন ফলক উম্মোচন করেন প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রী। পার্বতীপুর উপজেলার আমবাড়ী ডিগ্রী কলেজের ৪র্থ তলা ভবনের ফলোক উম্মোচন অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আলহাজ¦ এ্যাডঃ মোস্তাফিজুর রহমান (ফিজার)এমপি। তিনি বলেন- আওয়ামীলীগ দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিয়ে যায় অন্যরা বোমা মেরে বাধা গ্রস্থ করে।তবুও এ সরকারের উন্নয়ন থেমে নেই। দেশ এখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। যারা উন্নয়ন চায়না তারা এ সরকারের বিরোধীতা করছে। গতকাল শনিবার ১৭ই ডিসেম্বর সকাল ১১.০০ টায় আমবাড়ী ডিগ্রী কলেজের ৪র্থ তলা ভবনের ফলক উম্মোচন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান (ফিজার)এমপি।
প্রাপ্ত তথ্যে জানাযায় ২০১৪-১৫ ইং অর্থ বছরে আমবাড়ী ডিগ্রী কলেজের ৪র্থ তলা ভবনের প্রথমেই দ্বিতল ভবনের জন্য ১,৩৪,৫০,০০০/- (এক কোটি চৌত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ব্যায়ে সম্পন্ন হওয়া দ্বিতল ভবনের ফলক উম্মোচন করেন। উক্ত ভবনের বর্তমানে ৯৮ লক্ষ টাকা ব্যায়ে অবশিষ্ট দ্বিতল ভবনের নির্মানের কাজ শুরু হয়েছে। কলেজ গর্ভনিং বর্ডির সভাপতি মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ এইচ এম এরশাদ হোসেন, উপাধক্ষ্য মিজানুর রহমান, ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোসাব্বের হোসেন, মন্টু চৌধুরী, কলেজ গর্ভনিং বডির সদস্য ৭ নং ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নূরে মোহাম্মদ, ৭ নং মোস্তফাপুর ইউ.পির চেয়ারম্যান ছাবেনুর আলম,পার্বতীপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি- আলহাজ্ব হাফিজুল ইসলাম প্রামানিক, দিনাজপুরের শিক্ষাজোনের নির্বাহী প্রকৌশলী মোঃ শাহ্ আলম, পার্বতীপুর থানার অফিসার ইনচার্জ মোঃ মোস্তাক আহম্মেদ, পার্বতীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তরফদার মাহমুদুর রহমান। এ সময় স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ,সুধিজন, কলেজের ছাত্র/ছাত্রী উপস্থিত ছিলেন।

 

 

 
সম্পাদনা / আবদুল্লাহ রিয়েল

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *