সোনাগাজীতে ভ্রাম্যমান আদালতের অভিযান : লক্ষাধিক টাকা জরিমানা

ওমর ফারুক :  মঙ্গলবার দিনব্যাপী সোনাগাজীতে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন  সোনাগাজী উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন।

জানা যায়, সোনাগাজী উষা ফার্মেসীতে যে চক্ষু চিকিৎসক, চিকিৎসা সেবা প্রদান করেন তিনি আসলে ডাক্তার লিখার আইনী কোন বৈধতা নেই, তবে তাৎক্ষানিক কথিত ডাক্তারকে না পাওয়ায় কোন ব্যবস্থা নিতে পারেনি প্রশাসন,তবে মেয়াদ উত্তীর্ন ঔষুধ বিক্রির দায়ে ফার্মেসী মালিককে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

তাকিয়া রোডে কাশেম মেডিকেল হল, ভ্রাম্যমান  আদালতের উপস্থিতি টের পেয়ে দোকান বন্ধ করে গাঁ ঢাকা দেয় কথিত ডাক্তার ও ফার্মেসী মালিক।

সোনাগাজীর চুনিগাজী রোড়ে জননী ফার্মেসীতে অভিযান চালালে ফার্মেসী মালিক বিকাশ শর্মাকে ডাক্তার না হয়ে প্রেসক্রিপশন করতে এবং চিকিৎসা সেবার নামে অপচিকিৎসার দায়ে হাতেনাতে রোগীসহ ধরেন, বিকাশ শর্মা ডাক্তার না হয়েও নিজেকে ডাঃ পরিচয় দিয়ে চিকিৎসার অপরাধ  স্বীকার করে ভবিষ্যতে আর করবেনা মুচলেকা প্রদান করলে প্রথম বারের মত শোকচ করে ১ লক্ষটাকা জরিমানা করেন আদালত।

উৎসুক জনতা আদালতের অভিযানকে স্বাগতম জানান এবং অব্যাহত অভিযান পরিচালনার আহবান জানান।

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নিজাম উদ্দিন জানান, এ অভিযান অব্যাহত থাকবে কোন প্রকার অনিয়মে ছাড় দিবেনা উপজেলা প্রশাসন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *