নিজস্ব প্রতিবেদকঃ
পরশুরাম উপজেলার বক্সমাহমুদ ইউনিয়নের খন্ডলকালী বাজারে ৫ বছরের এক শিশু ধর্ষনের ঘটনায় অভিযুক্তকে ৩০ হাজার টাকা জরিমানা ও ৩০টি বেত্রাঘাতের শাস্তি দিয়েছে স্থানীয় সমাজপতিরা। সালিশি বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক এক সমাজপতি বিষয়টি নিশ্চিত করেছেন।
এলাকাবাসী সূত্র জানায়, খন্ডলকালী বাজারের পূর্বপাশে কামালের বাসায় ভাড়া থাকতো নির্যাতিতা শিশু সহ তার পরিবার। পাশ্ববর্তী বাসায় ভাড়া থাকতো উত্তর চারিগ্রামের মৃত আবদুল মুনাফের ছেলে ও খন্ডলকালী বাজারের ব্যবসায়ী মো: নুর নবী (৪৫)। শুক্রবার দিনদুপুরে ওই শিশুটিকে বাসায় নিয়ে মো: নুরুন নবী জোরপূর্বক ধর্ষন করে। শিশুটির চিৎকার শুনে তার পরিবারের সদস্যরা এগিয়ে গেলে ধর্ষক নুর নবী পালিয়ে যাওয়ার চেষ্টা করে।
স্থানীয় লোকজন তাকে আটক করে গণধোলাই দেয়। সন্ধ্যায় সালিশ বৈঠক বসবে বলে সাদা স্ট্যাম্পে সই নিয়ে ছেড়ে দেয়া হয়। অসুস্থ্য শিশুটিকে শনিবার চিকিৎসকের কাছে নিয়ে যান তার মামা। এ ঘটনায় শুক্রবার রাতে চারিগ্রামের বাহার নেতার বাড়িতে সালিশি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক হানিফ রানা, স্থানীয় দুই ইউপি সদস্য মহিউদ্দিন ও রেজাউল করিম সহ এলাকার সমাজপতিরা উপস্থিত ছিলেন। বৈঠকে নুরুন নবীর ৩০ হাজার টাকা জরিমানা ও ১শ দোররা বেত্রাঘাত করার রায় দেয়া হয়। বৈঠকের রায় অনুযায়ী ৩০টি বেত্রাঘাত করার নবী অচেতন হয়ে গেলে তাকে ছেড়ে দেয়া হয়।
এ ব্যাপারে সালিশদার বক্সমাহমুদ ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক হানিফ রানা জানান, ৪/৫ বছরের একটি শিশুকে নিয়ে সমস্যা হয়েছিল। অন্য একটি সালিশের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল। তবে কোন জরিমানা করা হয়নি। শিশুটি ধর্ষন হয়েছে কিনা জানতে চাইলে তিনি বলেন, ওই মেয়েটি নুরুন নবীকে বাবা ডাকতো। একটু সমস্যা হয়েছিল বিষয়টি পড়ে কথা বলা হবে।
পরশুরাম মডেল থানা পুলিশের এক কর্মকর্তা জানান, এ ধরনের কোন ঘটনার অভিযোগ থানায় দেয়া হয়নি। তাছাড়া তারা বিষয়টি সম্পর্কে কিছু জানেননা।