জহিরুল ইসলাম জাহাঙ্গীর :
ফেনীর ফুলগাজী উপজেলার পুরাতন মুন্সীরহাট বাজারের মাঝখানে উপ-স্বাস্থ্য কেন্দ্রে আগত রোগীদের প্রবেশের উপায় নেই । ফেনী- পরশুরাম আঞ্চলিক সড়কের পাশে জনবহুল ব্যস্ততম এ জায়গায় সি,এন,জি স্ট্যান্ডের কারণে ও বিভিন্ন ঔষধ কোম্পানীর প্রতিনিধিদের সম্মিলিত জটলা সৃষ্টিতে হর-হামেশা স্বাস্থ্যকেন্দ্রটির প্রবেশদ্বার অবরুদ্ধ থাকে।
এতে রোগীদের চরম বিপাকে পড়তে হয়।সি,এন,জি স্ট্যান্ডের লাইনম্যান নুরুজ্জামান এ জন্য পরিচয় নির্ধারণে হাসপাতালের সাইনবোর্ড,অপ্রসস্থ রাস্তা ও যাত্রী ছাউনী না থাকাকে দায়ী করেন।স্বাস্থ্যকেন্দ্রটির ডাঃ ফরিদা আক্তার জানান, আইনগত ব্যবস্থার কথা বলে চালকদের বারবার সতর্ক করলে ও তারা পুর্বাবস্থায় ফিরে আসে।
ফুলগাজী স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তারদের অনিয়মিত উপস্থিতি,ঔষধের স্বল্পতা ও কতিপয় নার্সের ঔদ্ধত্ব্য আচরনে দিন দিন রোগী শুন্য হয়ে পড়েছে এ হাসপাতালটি। এ ব্যপারে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সামসুদ্দিন ইলিয়াসের কাছে ফোন জানতে চাইলে তাকে ফোনে পাওয়া যায়নি ।