রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁর রাণীনগর থানা পুলিশ গােপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ধারালাে দেশীয় চাকু, সবুজ রঙের দুই প্যাকেট ২ শ’ পিচ ইয়াবা ও একশ গ্রাম হেরােইন সহ বিপ্লব হোসেন মােল্লা (৩২) ও আমজাদ হোসেন (৪৫) নামের দুই জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার দাউদপুর গ্রামের আশরাফুল ইসলামের ছেলে বিপ্লব মােল্লা এবং নওগাঁ সদর উপজেলার চুনিয়া গাড়ী গ্রামের ইসমাইল হােসেনের ছেলে আমজাদ হোসেন।