ফেনী প্রতিনিধি :
স্বাস্থ্যসেবা খাতে শৃঙ্খলা আনতে জেলা প্রশাসনের চলমান অভিযানের অংশ হিসেবে আজ ২৭ সেপ্টেম্বর, বুধবার বিকালে পৌর শহরের একাডেমী রোডে অবস্থিত এপোলো হাসপাতাল লি: এ মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়। এ অভিযানের নেতৃত্ব দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল রানা।
তিনি জানান, হাসপাতালে দেখা যায় ভয়াবহ অনিয়ম। একজন সেবা গ্রহীতার ইলেকট্রোকার্ডিওগ্রাম রিপোর্টে অবহেলা করে তারিখ, আইডি কোনটাই পরিবর্তন করা হয়নি। এতে বোঝার উপায় নেই রিপোর্টটি পুরনো কি না। হাসপাতালে নাই কোন রেজিস্টার্ড নার্স। ডিউটি ডাক্তার থাকার কথা দুজন কিন্তু আছে একজন। ক্লিনিক্যাল বর্জ্য ফেলে দেওয়া হচ্ছে সামনের ডাস্টবিনে।
এসব অব্যবস্থাপনার জন্য হাসপাতালের মালিক এনামুল হককে ১ লক্ষ টাকা অর্থদন্ডে দন্ডিত করা হয়।