এইচ এম সাইফুল্লাহ্, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল উপজেলায় চন্ডীপাশা ইউনিয়নের পিতার হাতে নিজ কন্যা খুন হওয়াক গঠনা ঘঠেছে। মঙ্গলবার ২৬শে সেপ্টেম্বার) সকাল ১০টার দিকে ঘুষপালা গ্রামের আবুল হাসেম নিজ কন্যা তানজিনা(১৮) কে খুন করেছে।
সরেজমিনে গিয়ে জানা যায়, এলাকাবাসী জানায়, নিহত কন্যা তানজিনা পরিবারের অবাধ্য সন্তান ছিলো। সে বয়সে ছোট হলেও মা বাবা কারো কথা রাখতো না। তার ইচ্ছানুযায়ী চলাফেরা করে যা ইচ্ছা তাই করতো।
এতে তার বাবা তানজিনা প্রতিনিয়তই শাষন করতো। বাবা আবুল হাসেম ইসলামিক মাইন্ডের হওয়া মেয়ে এ উল্টাপাল্টা চলাচলকে পছন্দ করতো না। তাই তিনি শাষন করতেন। পরে আজ সকালে শাষনের এক পর্যায়ে তানজিনার মাথায় লাঠির আঘাত পেলে ঘটনাস্থলেই মারা যায়।
শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। এবং এ ঘটনায় কাওকে গ্রেপ্তার করা হয়নি। পিতা পলাতক রয়েছে।