সোনাগাজী প্রতিনিধিঃ সোনাগাজীতে ২৩টি পুজা মন্ডবে দূর্গাপুজা হচ্ছে। পুজায় নিরাপত্তা দিতে প্রশাসন ও জনপ্রতিনিধিরা পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করছেন।
সম্প্রতি সময়ে উপজেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের উদ্যেগে পৃথক পৃথক মত বিনিময় সভা অনুষ্টিত হয়েছে । ইউনিয়ন চেয়ারম্যান গণ নিজ নিজ এলাকায় পুজার নিরাপত্তা দিতে প্রশাসন ও নেতৃবৃন্দের সাথে মত বিনিময় করেন।
হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজার নিরাপত্তা বিষয়ে সোনাগাজী উপজেলার ২ নং বগাদানা ইউনিয়নে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোনাগাজী উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও বগাদানা ইউনিয়নের চেয়ারম্যান ইসহাক খোকন উক্ত মত বিনিময় সভার আয়োজন করেন।
২৪ সেপ্টেম্বরের মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ সুপার সার্কেল ( সোনাগাজী ) জুনায়েত কাউছার।
সভা শেষে অতিথিবৃন্দ বগাদানার দুটি পুজা মন্ডপ পরিদর্শন করেন। এসময় দুটি মন্ডপে ব্যাক্তিগত তহবিল থেকে ১০ হাজার টাকা অনুদান দেন ইউপি চেয়ারম্যান ইসহাক খোকন।