কাজী মিজানুর রহমান মিস্টারঃ বৌদ্ধ জঙ্গিদের হাতে মিয়ানমারে মুসলিম গনহত্যা বন্দের দাবীতে ১২ সেপ্টেম্বর ২০১৭ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে জাতীয় প্রেস ক্লাবের সামনে এক মানববন্ধন ও র্যালীর আয়োজন করা হয়।
উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ।
কর্মসূচিতে অংশ গ্রহন করেন, মানবাধিকারকর্মী কাজী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মোঃ সামছুদ্দিন, সাংবাদিক শফিকুল ইসলাম ভুইয়া, সুমনা, লায়ন গনি মিয়া বাবুল, সাংবাদিক সায়মন, খাতুন ই জান্নাত, সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক আজিজা সুলতানা, রবিন, মোঃ কাওসার খান, পুতুল, আন্নাস সানি আতাউর, জেরিন সুলতানা কান্তা প্রমুখ।
হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ প্রধান অতিথির কক্তব্যে বলেন, রোহিঙ্গাদের অধিকার মানবাধিকার। অবিলম্বে রোহিঙ্গা গনহত্যা বন্ধ করতে হবে।
তিনি জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ব বিবেক জাগ্রত করে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার আহবান জানান। আন্তর্জাতিক আদালতে দোষীদের বিচার দাবী করেন।।