রোহিঙ্গাদের বাঁচাতে এগিয়ে আসুন – এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ 

 

 

কাজী মিজানুর রহমান মিস্টারঃ বৌদ্ধ জঙ্গিদের হাতে মিয়ানমারে মুসলিম গনহত্যা বন্দের দাবীতে  ১২ সেপ্টেম্বর ২০১৭ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির উদ্যোগে  জাতীয় প্রেস ক্লাবের সামনে  এক মানববন্ধন ও র‍্যালীর আয়োজন করা হয়।

 

উক্ত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন সংস্থার কেন্দ্রীয় চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ।

 

কর্মসূচিতে অংশ গ্রহন করেন, মানবাধিকারকর্মী কাজী শেখ মোহাম্মদ আবদুল্লাহ, মোঃ সামছুদ্দিন, সাংবাদিক শফিকুল ইসলাম ভুইয়া, সুমনা, লায়ন গনি মিয়া বাবুল, সাংবাদিক সায়মন, খাতুন ই জান্নাত, সাংবাদিক ফজলুর রহমান, সাংবাদিক আজিজা সুলতানা, রবিন, মোঃ কাওসার খান, পুতুল, আন্নাস সানি আতাউর, জেরিন সুলতানা কান্তা প্রমুখ।

 

হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী এডভোকেট মোহাম্মদ সাঈদুল হক সাঈদ প্রধান অতিথির কক্তব্যে বলেন, রোহিঙ্গাদের অধিকার মানবাধিকার। অবিলম্বে রোহিঙ্গা গনহত্যা বন্ধ করতে হবে।

 

তিনি জাতিসংঘ ও ওআইসিসহ বিশ্ব বিবেক জাগ্রত করে রোহিঙ্গা মুসলিমদের মানবাধিকার প্রতিষ্ঠার জন্য এগিয়ে আসার আহবান জানান।  আন্তর্জাতিক আদালতে দোষীদের বিচার দাবী করেন।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *