রাউজানে সাংবাদিক অালাউদ্দীনকে প্রাননাশের হুমকি

 

 

চট্রগ্রাম ব্যুরোঃ চট্রগ্রাম রাউজানে ১০ নং পুর্ব গুজরা ইউনিয়ন ২নং ওয়ার্ড আয়শা বিবির বাড়িতে গত ৪/৯/১৭ইং দিবাগত রাতে ভাইয়ে ভাইয়ে জায়গা জমি নিয়ে বিবাদের ঘটনা শুনে,২নং ওয়ার্ডের ইউপির সদস্য জমির উদ্দিন বাবুল,তার আশ পাশের মোঃ এনাম,মোঃ বেলাল, মোঃ সিরাজ,ও সাংবাদিক আলা উদ্দীনকে মুঠো ফোনে ফোন দিয়ে ঘটনাস্থল নিয়ে গেলে ,মোঃ নাজিম উদ্দীন,মোঃ এসকান্দর, মোঃ সেকান্দর,,তার বড় ভাই সোলেমানের উপর ক্ষীপ্ত হয়ে মারধর করার চেষ্টা করলে ,ইউপির মেম্বার জমির উদ্দীন বাবুল ও দৈনিক আমাদের কন্ঠের ষ্টাপ রিপোটার মোঃ আলা উদ্দীন,ক্ষীপ্তকারীদের কে শান্ত হওয়ার জন্য বললে ,তারা ক্ষীপ্ত হয়ে ,সাংবাদিক মোঃ আলা উদ্দীনকে গালমন্দ করেন ।কেন গালি দিচ্ছেন জিজ্ঞেস করলে ,লাঠি হাতে নিয়ে তোকে প্রানে মেরে ফেলবে বলে দৌড়িয়ে আসে ,অবশেষে পালিয়ে প্রাণে বাচেঁ।এ ব্যাপারে ইউপি মেম্বার জমির উদ্দীন বাবুলের কাছে মৌখিক ভাবে অভিযোগ করেন,আপনি আমায় ডেকে নিয়ে কেন লাঞ্চিত করলেন ?উনি উপযুক্ত বিচার করার আশ্বাস দিলেন ।দুঃখের বিষয় ৩/৪ দিন পর ,ইউপি সদস্য বলেন, এটা আমার আয়ত্বের বাহিরে চলে গেছে,নাজিম উদ্দীন ওঅন্যান্য ভাইয়েরা মিলে ,বড় ভাই সোলেমানের বিরুদ্ধে পুর্ব গুজরা ফাড়িতে একটি অভিযোগ দাখিল করেন ।ইউপি মেম্বার বলেন ,আপনি আইনুগ ব্যবস্থা নেন ।এ ব্যাপারে গতকাল রাউজান থানায় একটি অভিযোগ দাখিল করেন ।

অভিযোগটি পুর্ব গুজরা থানা ফাড়ির ইনচার্জ এস আই মহসীনের কাছে প্রতিবেদক মুঠো ফোনে গঠনার বিষয় জানতে চাইলে ,বলেন,এটা সাংবাদিকের বিষয়,যাদের সামনে এ ঘটনা ঘটেছে আমি ভালভাবে তদন্ত করে অপারাধিকে আইনে সোপর্দ করবো ।

নাজিম উদ্দীন গংদের অভিযোগের ভিত্তিতে গতকাল ৮/৯/১৭ ইং উইপি সদস্য জমির উদ্দীন বাবুলের নেতৃত্বে ও এলাকার মান্যগন্য ব্যক্তি বর্গগন নাজিম উদ্দীন ও সোলেমানদের পারিবারীক জায়গা বিরোধের বিষয় সমাধান করতে বসলে সাক্ষী প্রমানে দেখা গেছে সোলেমানের ছোট ভাই ও তাদের স্ত্রীরা সোলেমান কে লাঞ্চিত করেছে ,তা স্বাক্ষীগনের সম্মুখে প্রমান হয়েছে ।পরে ছোট ভাই তাদের স্ত্রীরা ভাসুরের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়ে ঘটনাটির সমাধান হয়, আগামীতে এ ঘটনার পুনরাবৃত্তি না হওয়ার নির্দেশ প্রদান করা হয় ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *