ফেনী র‌্যাবের অভিযানে  ১৪ শত ৮০বোতল ফেন্সিডিলসহ অাটক ৫ 

 

বাংলার দর্পন ডটকম >>

:র‌্যাব ফেনী ক্যাম্প গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল স্কোয়াড্রন লীডার শাফায়াত জামিল ফাহিম এর নেতৃত্বে র‌্যাবের একটি চৌকস আভিযানিক দল ফেনী মডেল থানাধীন বিরিঞ্চি এলাকায় আতিকুল আলম সড়কের মিরু চেয়ারম্যানের বাড়ির রওশন মান্নান ভিলা (বাড়ী নং-২৩) এর পূর্ব পাশের পাকা রাস্তায় পৌছামাত্র র‌্যাবের উপস্থিতি টের পেয়ে সাদা প্রাইভেটকার যার নম্বর-ঢাকা মেট্রো-গ-৩১-৭৫৮৭ দ্রুত গতিতে চালিয়ে র‌্যাব সদস্যদের অতিক্রম করার চেস্টাকালে র‌্যাব সদস্য আসামি মোঃ জসিম উদ্দিন (৩৮), পিতা-আঃ আলী, সাং-দক্ষিণ সরিষাদী, থানা ও জেলা-ফেনীকে আটক করে এবং মোটরসাইকেল আরোহী অপর সহযোগি পলাতক আসামি মোঃ জহির, পিতা-অজ্ঞাত, ঠিকানা-অজ্ঞাত মোটরসাইকেল ফেলে রেখে দৌড়ে পালিয়ে যায়। এছাড়া ও চট্টগ্রাম জেলার সীতাকুন্ড মডেল থানাধীন বড় দারোগারহাটস্থ ওজন স্কেলের সামনে ঢাকা-চট্টগ্রামগামী মহাসড়কে পাকা রাস্তায় চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশী করতে থাকে। গাড়ি তল্লাশীকালে চট্ট মেট্রো-ন-১১-৪৪২০ হলুদ রংয়ের টাটা পিকআপ গাড়ি সন্দেহ হলে থামানোর জন্য সংকেত দিলে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িটি না থামিয়ে দ্রুত গতিতে চালিয়ে র‌্যাব সদস্যদের অতিক্রম করে সামনে গিয়ে রাস্তার পাশে থামিয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় র‌্যাব সদস্যদের সহযোগিতায় আসামি ১। মোছাঃ কামরুন্নাহার (২৬), স্বামী-আঃ হক নোমান, সাং-মঙ্গলকান্দি, ২। মোঃ জয়নাল আবেদীন (১৯), ৩। জিয়াউর রহমান (১৮), উভয় পিতা-মোহাম্মদ আলী, সাং-চর সাহা ভিকারী, সর্ব থানা-সোনাগাজী, জেলা-ফেনী, ৪। মোঃ শরীফুল হক রাকান (২০), পিতা-মোঃ ফজলুল হক জামিল, সাং-দক্ষিণ চাড়িপুর, থানা ও জেলা-ফেনীদেরকে আটক করে। পৃথক পৃথক অভিযানে সর্বমোট ১৪৮০ (চৌদ্দশত আশি) বোতল ফেন্সিডিল যার মূল্য অনুমান ৭,৪০,০০০/-(সাত লক্ষ চল্লিশ হাজার) টাকা উদ্ধার করে এবং ০১ টি পিকআপ এর আনুমানিক মূল্য ৮,০০,০০০/-(আট লক্ষ) টাকা, ০১টি প্রাইভেটকার যার আনুমানিক মূল্য ২৫,০০,০০০/-(পঁচিশ লক্ষ) টাকা এবং ০১টি মোটরসাইকেল যার আনুমানিক মূল্য ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা। আটককৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে উপরোক্ত নাম-ঠিকানা প্রকাশ করে এবং দীর্ঘদিন যাবৎ সুকৌশলে গাড়ি চালানোর মাধ্যমে ফেনসিডিল বহনের মাধ্যমে পাচার করে আসছে বলে স্বীকার করে। তৎপ্রেক্ষিতে পৃথক পৃথক ঘটনায় পুলিশ পরিদর্শক মোঃ আব্দুল্লাহ আল মামুদ বাদী হয়ে আসামির বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৩(খ)/২১ ধারায় ফেনী মডেল থানায় মামলা দায়ের করে এবং নায়েব সুবেদার মোঃ দেলোয়ার হোসেন আসামিদের বিরুদ্ধে ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন (সংশোধনী-২০০৪) এর ১৯(১) এর টেবিল ৩(খ)/২১/২৫ ধারায় সীতাকুন্ড মডেল থানায় মামলা দায়ের করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *