সোনাগাজী প্রতিনিধি >>> ফেনীর সোনাগাজীতে ৬টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ব্যাক্তিগত তহবিল থেকে ক্রীড়া সামগ্রী বিতরণ উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল অানাম।
রোববার সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে ক্রীড়া সামগ্রী বিতরণ কালে অারো উপস্থিত ছিলেন, সোনাগাজী প্রেসক্লাবের সভাপতি সৈয়দ মনির অাহমদ, সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি হুমায়ুন কবির সেলিম,সহ সভাপতি হোসেন অাহম্মদ, অাল হেলাল প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক অাবুল কালাম প্রমুখ।
এসময়, সোনাগাজী মাদ্রাসা সরকারি প্রাথমিক বিদ্যালয়, সোনাগাজী সরকারি প্রাথমিক বিদ্যালয়, অাল হেলাল সরকারি প্রাথমিক বিদ্যালয়, অাড়কাইম সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেখ অাহম্মদ সরকারি প্রাথমিক বিদ্যালয়, কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চর দরবেশ সরকারি প্রাথমিক বিদ্যালয় এর শিক্ষার্থীদের মাঝে ক্রিকেট, ফুটবল খেলার উপকরণ বিতরন করা হয়।